প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৩, ০৭:১২ পিএম
ফাইনালে হারের বদলাই নিয়েছে নিউজিল্যান্ড। বিশ্বকাপের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ইংল্যান্ড করেছিল ২৮২ রান। আর লক্ষ্য তাড়া করতে নেমে টম লাথামের দল ম্যাচটি জিতে নিয়েছে ৯ উইকেট আর ৮২ বল হাতে রেখেই। ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রের বিশ্বরেকর্ড গড়া জুটিতেই কাল জস বাটলারদের বিপক্ষে এই জয় পেয়েছেন ব্ল্যাক ক্যাপসরা। প্রথম ম্যাচেই বড় হারের পর ইংলিশ অধিনায়ক বলেছেন— দীর্ঘ এই টুর্নামেন্টে এখনো ভালো করার সুযোগ আছে তাদের।
বৃহস্পতিবার ম্যাচের জন্য ইংলিশদের প্রস্তুতি ভালোই ছিল বলে জানিয়েছেন বাটলার। তবে মাঠে তারা একটু নিষ্প্রভ ছিলেন এমনটাই মনে করেন ইংলিশ অধিনায়ক। তিনি বলেন, ‘ওহ না, আমরা তো রোবট নই। মাঝে মাঝে আপনি যেভাবে চাইবেন, সেভাবে খেলতে পারবেন না। সবাই কঠোর পরিশ্রম করছে, সবার প্রস্তুতি ভালো। তবে আমরা একটু নিষ্প্রভ ছিলাম। আন্তর্জাতিক ক্রিকেটে যখন আপনি একটু পিছিয়ে থাকবেন, আর প্রতিপক্ষ অনেক ভালো খেলবে, আপনি ম্যাচ হারবেন। আমাদের অনেক কাজ করার আছে, দীর্ঘ একটি টুর্নামেন্টে আরও ভালো করার সুযোগ আছে। যেমনটি বললাম, এটি একটি হার মাত্র। আমরা পরের ম্যাচে ভালো করব।’
এমন হারের কারণ হিসেবে বাটলার বলেন, ‘অনেকগুলো ভালো শুরু হয়েছে। তবে আমার মনে হয় বাস্তবায়ন করার ক্ষেত্রে একটু পিছিয়ে ছিলাম আমরা। শট খেলার ক্ষেত্রে আমরা ভালো ছিলাম না, নিউজিল্যান্ডকে কয়েকটি উইকেট বিলিয়ে দিয়ে এসেছি। এর পরও ২৮০ করেছি, যেটি আমরা কোনো পর্যায়ে খেলতে পারি তা বুঝিয়ে দিচ্ছে।’
তবে বড় হারের পেছনে ব্যাটিং ব্যর্থতাকেই বড় কারণ হিসেবে দেখছেন বাটলার। তিনি বলেন, ‘ব্যাটিংয়ে রান কম করেছি। আমার মনে হয়, ফ্লাডলাইটের নিচে উইকেট একটু ভালো হয়েছে, তবে নিজেদের সেরাটা দেওয়া থেকে অনেক পিছিয়ে ছিলাম আমরা। আমরা হয়তো ৩২০, ৩৩০ রানের আশায় ছিলাম, যেটি একটু চাপ তৈরি করতে পারত। তবে এমন উইকেটে ভুল করার সুযোগ খুবই কম। আর ওরা দুজন (রবীন্দ্র ও কনওয়ে) অসাধারণ ইনিংস খেলেছে।’
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/