• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মাঠে নামার আগেই ভারত পেল দুঃসংবাদ

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৩, ০৬:০৯ পিএম

মাঠে নামার আগেই ভারত পেল দুঃসংবাদ

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

৫ অক্টোবর থেকে শুরু হয়েছে ১৩তম ওয়ানডে বিশ্বকাপ। তবে প্রথম ম্যাচে রাখা হয়নি স্বাগতিক ভারতের খেলা। রোহিত শর্মার দল মাঠে নামবে টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে। এর আগেই বড় দুঃসংবাদ এসেছে দলটির স্কোয়াডে।

রোববার (৮ অক্টোবর) দুপুর আড়াইটায় চেন্নাইয়ে মাঠে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। তবে তার আগেই দুর্দান্ত ফর্মে থাকা ভারতের ওপেনার শুভমান গিলকে নিয়ে শঙ্কার খবর এসেছে। গিল ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

টাইমস অব ইন্ডিয়া, নিউজ১৮সহ একাধিক গণমাধ্যম জানিয়েছে, গিল ডেঙ্গু টেস্টে পজিটিভ হয়েছেন। বিসিসিআইয়ের একটি সূত্রের বরাতে জানা গেছে, চেন্নাইয়ে যাওয়ার পর থেকেই প্রচণ্ড জ্বরে ভুগছে তিনি। এ দিকে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, গিলকে অস্ট্রেলিয়ার বিপক্ষে না পাওয়া গেলে তার জায়গায় খেলতে পারেন ইশান কিষাণ।

খবর অনুযায়ী, শুবমান গিলের বর্তমান অবস্থা তেমন ভালো নয়। তিনি যদি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে থাকেন তাহলে সেরে উঠতে সাধারণত এক থেকে দুই সপ্তাহ সময় লাগবে। তাতে শুধু অস্ট্রেলিয়া নয়, আরও কয়েকটি ম্যাচ মিস করতে পারেন গিল।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ