• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নিউজিল্যান্ডের সামনে লক্ষ্যমাত্র ২৮৩ রান

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৩, ১২:২২ এএম

নিউজিল্যান্ডের সামনে লক্ষ্যমাত্র ২৮৩ রান

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ডের স্কোরটা সত্যিই দেখার মতো। কিউই বোলাররা যদি আরো একটু উদার হতো তাহলে স্কোরকার্ডটা আরো আকর্ষনীয় হতো। সব ব্যাটারের নামের পাশে দুই অঙ্কের রান। ব্যতিক্রম শুধু অতিরিক্ত খাত। এখানে এক অঙ্কের রান। যাহোক  বিশ্বকাপের ১৩তম আসরের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৮২ রান করেছে ইংল্যান্ড। জয়ের জন্য নিউজিল্যান্ডকে ২৮৩ রান করতে হবে। বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ব্রিটিশদের প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড।

প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪০ রান জমা করেন ইংলিশ দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ব্যক্তিগত ১৪, ৩৩, ২৫ ও ১১ রান করে সাজঘরে ফিরেছেন ডেভিড মালান, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক ও মঈন আলি।

পঞ্চম উইকেটে অধিনায়ক জস বাটলারকে সঙ্গে নিয়ে ৭২ বলে ৭০ রানের জুটি গড়েন রুট। ৪২ বলে দুই চার আর ২ ছক্কায় ৪৩ রান করে দলীয় ১৮৮ রানে ফেরেন বাটলার। এরপর রুটের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৩৩ বলে ৩৩ রানের জুটি গড়ে ফেরেন লিয়াম লিভিংস্টোন। দলীয় ২২১ রানে তিনি আউট হন ২০ রান করে।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ