• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মেন্ডিসের ঝড়ো সেঞ্চুরিতে শ্রীলংকার সংগ্রহ ২৯৪

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩, ০২:২৯ এএম

মেন্ডিসের ঝড়ো সেঞ্চুরিতে শ্রীলংকার সংগ্রহ ২৯৪

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের আগে প্রস্তুতি জোরদারের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছেন কুশাল মেন্ডিস।

আফগান বোলারদের তুলোধুনে করে ৮৭ বলে ১৯টি চার আর ৯টি ছক্কার সাহায্যে ১৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মেন্ডিস।

এরপর অন্য ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের সুযোগ করে দিতে কুশাল মেন্ডিস বিশ্রামে যান। তিনি বিশ্রামে গেলেও দলের বাকি ব্যাটসম্যানরা কেউই প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি।

সাদিরা সামারাবিক্রমা (৩৯), পাথুম নিশানকা (৩০), ধনাঞ্জয়া ডি সিলভা (২২), চারিথ আসালঙ্কা (১২), দিমুথ করুনারত্নে (৮), দুষন হেমন্ত (৫), হালিরু কুমারা (১) ও কাসুন রাজিথা (১) রান করে আউট হন। 

গত শুক্রবার শ্রীলংকা নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচে আগে ব্যাট করে ৪৯.১ ওভারে ২৬৩ রানেই অলআউট হয় লংকানরা। টার্গেট তাড়া করতে নেমে ৪৮ বল হাতে রেখেই ৭ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ।

দলের জয়ে লিটন ৫৬ বলে ১০টি বাউন্ডারিতে ৬১ রান করেন। ৮৮ বলে ১০টি চার আর ২টি ছক্কার ৮৮ রান করেন তরুণ ওপেনার তানজিদ। ৬৪ বলে ৫টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৬৭ রানের অনবদ্য ইনিংস খেলেন মিরাজ। এছাড়া ৩৫ রান করেন মুশফিকুর রহিম।

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ