• ঢাকা বুধবার
    ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

‘সাকিব শতভাগ ফিট’

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৩, ১১:৪৮ পিএম

‘সাকিব শতভাগ ফিট’

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও টস করতে নামেননি সাকিব আল হাসান। টসে স্বাভাবিকভাবেই সাকিবের ফিটনেসের প্রশ্নটি এসেছে। সেখানে ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হাসান শান্ত বলেছেন, ‘সাকিব শতভাগ ফিট আছেন এবং (বিশ্বকাপে) প্রথম ম্যাচের জন্য প্রস্তুত আছেন।’

শ্রীলংকার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। আজ সোমবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের নেতৃত্ব এই বিশ্বকাপে দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেনের কাঁধে। ইনজুরির কারণে সাকিব প্রথম অনুশীলন ম্যাচেও খেলেননি। বাংলাদেশের আর কোনো অনুশীলন ম্যাচ নেই। ফলে কোনো ম্যাচ অনুশীলন ছাড়াই সাকিবকে বিশ্বকাপের ম্যাচ নেমে পড়তে হবে।

ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারের সঙ্গে আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টস করতে নেমেছেন নাজমুল। গুয়াহাটির বর্ষপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে তিনি ব্যাটিং নিয়েছেন।

টসে জিতে ব্যাটিং নেওয়ার বিষয়ে নাজমুল বলেছেন, ‘উইকেট ভালো মনে হচ্ছে। আগে ব্যাটিং করার সুযোগ পাওয়াটা ভালো। সর্বশেষ ম্যাচটা আমরা ভালো খেলেছি। মূল লড়াইয়ে নামার আগে এটা আমাদের নিজেদের প্রস্তুত করে নেওয়ার শেষ সুযোগ।’

 

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

আর্কাইভ