• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

কী ফাঁস করতে যাচ্ছেন তামিম?

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩, ০৬:৪৯ পিএম

কী ফাঁস করতে যাচ্ছেন তামিম?

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

নানা নাটকীয়তার পর মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই দলে জায়গা হয়নি তামিম ইকবালের। দল ঘোষণার পর কোনো প্রতিক্রিয়া না জানালেও, বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন তামিম। ঘোষণা দিয়েছেন গত কয়েকদিনে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে ভিডিওবার্তায় পরিষ্কার করবেন সবকিছু।

ফেসবুকে তামিম লিখেছেন, ‍‍`আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেয়ার পর একটি ভিডিওবার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েকদিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো।  গত কয়েকদিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে।  আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত - সমর্থক সবাই পরিষ্কারভাবে সবকিছু জানার অধিকার রাখে।‍‍`

তামিমের এমন স্ট্যাটাসের পর তার ভক্তরা প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছেন। অনেকেই তামিমের সেই স্ট্যাটাসে কমেন্ট করেছেন। সমর্থদের মধ্যে বেশিরভাগ মানুষই সত্যটা জানতে চাইছেন। এক সমর্থক লিখেছেন, ‍‍`অপেক্ষায় আছি।‍‍` এছাড়াও আরেক ভক্ত লিখেছেন, ‍‍`সবকিছু ক্লিয়ার করে দেয়াটা হয়তো ভবিষ্যৎ বাংলাদেশের জন্যও মঙ্গলজনক হবে৷ উদ্দীপ্ত সাহসে তামিমই পারবেন সকল ধোঁয়াশার বিরুদ্ধে এক জ্বলন্ত অগ্নি হতে।‍‍`

এছাড়াও অনেকেই তামিমকে বিশ্বকাপে মিস করবেন বলে কমেন্টে জানিয়েছেন। দেশসেরা এই ওপেনারের অভাব বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে অনুভব করবে বলেও অনেকেই তাদের মত প্রকাশ করেছে।

এর আগে গত ৬ জুলাই হঠাৎ করেই সংবাদ সম্মেলনে এসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। ওই সময়ে আফগান সিরিজের প্রথম ম্যাচের আগে তামিম হুট করে জানান, তিনি শতভাগ ফিট নন। ফিট না হয়েও ম্যাচ খেলার ঘোষণা দেয়ায় তার ওপর ক্ষিপ্ত হন কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সংবাদমাধ্যমে প্রকাশ্যেই তামিমের সমালোচনা করেন পাপন। এরপর মাঠের খেলায় আফগানদের বিপক্ষে বাংলাদেশের হারের পর থেকেই ব্যাকফুটে ছিলেন তামিম। এরপরই দেন সংবাদ সম্মেলনের ঘোষণা।

সংবাদ সম্মেলনের ঘোষণা দেয়ার পর থেকেই তাই কৌতুহল ছিল তুঙ্গে; কী বলবেন তামিম? গুঞ্জন ছিল, ওয়ানডের অধিনায়কত্ব ছাড়ছেন তিনি। তখন হালকা করে হাওয়ায় ভাসছিল অন্য গুঞ্জনও। আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিতে পারেন জাতীয় দলের ওপেনার। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হয়েছিল।

তবে পরেরদিনেই অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন তামিম ইকবাল। তামিমকে গণভবনে ডেকে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর অনুরোধে আবারও খেলায় ফেরার ঘোষণা দেন তিনি। 

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ