• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উম্মোচিত

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩, ০৩:১৭ এএম

বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উম্মোচিত

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

স্কোয়াডের সঙ্গে চমক রেখে উম্মোচন করা হয়েছে বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি। কিছুটা বৈচিত্র্যতা আনা হয়েছে এবারের জার্সিতে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নিজেদের সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় জার্সি উপহারের মাধ্যমে খেলোয়াড়দের বিশ্বকাপ দলে স্বাগতম জানায় বিসিবি।

ভিডিও বার্তায় দেখা যায়, বিশ্বকাপের জার্সি নিয়ে দলে থাকা ক্রিকেটারদের দরজায় কড়া নাড়ছেন একজন। আর সেই জার্সি গ্রহণ করছেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। পরে সেই জার্সি পরিহিত অবস্থায় আসন্ন বিশ্বকাপে নিজেদের আগমনী বার্তাও জানিয়েছেন তারা। শুরুটা করেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

তিনি বলেন, ‘হাই, আমি সাকিব আল হাসান। ক্রিকেট বিশ্বকাপে পঞ্চমবারের মতো আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি।’

অন্যদিক তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিদ তামিম ও তানজিম সাকিবরা প্রথমবার বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন।

ক্রিকেটাররা যে জার্সিটি পরেছেন তা ছিল, চিরাচরিত সবুজ রঙের। বিশেষত্ব বলতে জার্সির দু’পাশের কাঁধে ও কোমরের দিকে লাল রং ব্যবহার করে ফুটিয়ে তোলা হয়েছে জামদানি ডিজাইন। তার সঙ্গে সুন্দরবনের গর্ব রয়েল বেঙ্গল টাইগারের শরীরের গঠন।

এর আগে বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে হয়েছে অনেক জলঘোলা। অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চান্ডিকা হাথুরুসিংহের চাওয়াতে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন সদ্য সাবেক অধিনায়ক তামিম ইকবাল। কারণ দীর্ঘদিন কোমরের ইনজুরিতে ভোগা তামিম এখনো পুরোপুরি ফিট নন।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও তানজিদ তামিম।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখেতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ