• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক জাকিরের

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০৮:২০ পিএম

চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক জাকিরের

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা নিয়ে নাটকীয় পরিস্থিতি পার করছে বাংলাদেশের ক্রিকেট। দুই সিনিয়র ক্রিকেটারের দ্বন্দ্বে যখন সবার নজর, তখন মিরপুরে নতুন ভূমিকায় নাজমুল হোসেন শান্ত। প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে টস করতে নামলেন এই বাঁহাতি ব্যাটার। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে অধিনায়ক হিসেবে অভিষেক হলো শান্তর।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একাদশে আছে চারটি পরিবর্তন। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে জাকির হাসানের।

বিশ্বকাপের আগে এই ম্যাচ থেকে বিশ্রাম দেয়া হয়েছে লিটন দাসকে।  তাই এই ম্যাচেই দলে ফিরে সরাসরি অধিনায়কত্ব পেয়েছেন শান্ত।

সিরিজ বাঁচানোর ম্যাচে টাইগারদের একাদশে এসেছে আমূল পরিবর্তন। দলে শান্ত ছাড়াও ফেরার তালিকায় আছেন মুশফিকুর রহিম ও শরীফুল ইসলাম। এই ম্যাচে খেলছেন না লিটন দাস ও তামিম ইকবাল। এছাড়া বাদ পড়েছেন সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান।

এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে জাকির হাসানের। টেস্ট ক্রিকেটে আগেই অভিষেক হলেই এতদিন ওয়ানডে খেলার সুযোগ পাননি এই ব্যাটার।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, জাকির হাসান, শেখ মেহেদী, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও শরীফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়ং, ডিন ফক্সক্রফট, হেনরি নিকলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাককঞ্চিয়ে, অ্যাডাম মিলনে, ঈশ সোধি, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ