• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিশ্বকাপ দলে কি থাকবেন তামিম?

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০৭:১৩ পিএম

বিশ্বকাপ দলে কি থাকবেন তামিম?

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের উন্মাদনার বদলে দেশের ক্রিকেটাঙ্গনে এখন জেগে উঠেছে তামিম ইস্যু। পিঠের পুরনো ইনজুরিটা বেশ বেকায়দায় ফেলে দিয়েছে তামিমকে। যে কারণে বিশ্বকাপে তিনি পুরোপুরি খেলতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ-সংশয় দেখা দিয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলার পরই সংবাদ সম্মেলনে এসে তামিম জানিয়েছিলেন, তিনি এখনও পুরোপুরি ফিট নন। ঝুঁকি এড়াতে খেলছেন না শেষ ওয়ানডে ম্যাচে। শুধু তাই নয়, সোমবার (২৫ সেপ্টেম্বর) তামিম ইকবাল জানিয়েছেন, তিনি পুরো ফিট নন। বিশ্বকাপে সব ম্যাচ খেলা তার পক্ষে সম্ভব নাও হতে পারে। অন্তত শতভাগ দিয়ে খেলতে পারবেন না।

এতে চরম বিরক্ত হয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। ১৫ জনের স্কোয়াডে একজন স্বঘোষিত আনফিট ক্রিকেটারকে রাখা কোনো যুক্তির মধ্যেই পড়ে না। ব্যক্তিটা এখানে তামিম বলেই বিকল্প ভাবতে পারছে না ক্রিকেট বোর্ড।

আগেই জানানো হয়েছিলো, বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডের আগে বিশ্বকাপ দল ঘোষণা করবে বিসিবি। তবে সোমবার মধ্যরাতে বিসিবি সভাপতির বাসায় বৈঠকেই বিশ্বকাপের চূড়ান্ত দল সাজিয়ে ফেলা হয়েছে। ফলে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের আগে নয়, এক ইনিংস শেষ হলে বিশ্বকাপ দল প্রকাশ করবে বিসিবি।

ঘরের মাঠে আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের পর আর মাঠে দেখা যায়নি তামিমকে। অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো, ইনজুরি- সেখান থেকে চিকিৎসা। অনেকরকম আলোচনা ও অস্বস্তিকর অবস্থার মধ্যে দিয়ে এই ক্রিকেটারকে যেতে হয়েছে। অনেক ধকল শেষে বিশ্বকাপের আগের সিরিজে দলে ফিরেছেন তামিম। ফিরে এসে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৫৮ বলে ৪৪ রানের ইনিংস খেলেছেন।

ফর্ম কথা বললেও, তামিমের শরীর কথা বলবে কি না তা কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। যদি একজন আনফিট ক্রিকেটারকে নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা করা হয়, তাহলে সকল ম্যাচ খেলতে পারবেন না তামিম। আর বিশ্বকাপ দল থেকে তামিমকে বাদ দিলে বাংলাদেশ দল হারাবে অভিজ্ঞ এবং দলের সেরা ওপেনারকে। এখন দেখার বিষয় কোন দিকটা বেছে নেয় বিসিবি। 

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ