• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শেষ ওয়ানডেতে নেই তাসকিন, ফিরলেন আফিফ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০১:৫৩ এএম

শেষ ওয়ানডেতে নেই তাসকিন, ফিরলেন আফিফ

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে পাওয়া যাচ্ছে না তাসকিন আহমেদ। তার বদলি হিসেবে দলে ফিরলেন খালেদ আহমেদ। এছাড়া সুযোগ পেয়েছেন আফিফ হোসেনও।

আজ সোমবার এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানিয়েছে, ‍‍`পেসার তাসকিন আহমেদকে মূলত তৃতীয় ওয়ানডের জন্য দলে নেওয়া হয়েছিল, কিন্তু এই ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না।‍‍`

গতকালই বিসিবি জানিয়েছিল সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে খেলবেন না লিটন দাস। যে কারণে এই ম্যাচে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। তাছাড়া বিশ্রামে থাকবেন তামিম ইকবাল।

বাংলাদেশ স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, রিশাদ হোসেন, আফিফ হোসেন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ