• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

আমি কিছু বললে তো বিপদ: তামিম

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০২:৩৪ এএম

আমি কিছু বললে তো বিপদ: তামিম

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

পিঠের ইনজুরির চিকিৎসা নেয়ার পর দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে মাঠে ফিরেছেন তামিম ইকবাল। প্রত্যাবর্তনের ম্যাচে দলকে জয় এনে দিতে না পারলেও ব্যাট হাতে খেলেছেন স্বস্তির ইনিংস। তবে কিছুটা অস্বস্তি রয়ে গেছে তার পিঠে।

বিশ্বকাপের আগে তাই থাকছে কিছুটা দুশ্চিন্তা। এক ম্যাচ খেলার পর তামিম এখন কেমন অনুভব করছেন, এমন প্রশ্নের জবাবে গণমাধ্যমকে সাবেক অধিনায়ক বলেন, আমি কিছু বললে তো বিপদ, মেডিকেল টিম জানাবে।

অবসর নাটক, পিঠের ইনজুরির চিকিৎসা এবং পুনর্বাসন প্রক্রিয়া শেষে প্রায় ৮০ দিন পর মাঠে ফিরেছেন তামিম ইকবাল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে খেলেছেন স্বাচ্ছন্দ্যেই। ৫৮ বল মোকাবিলায় ৭টি বাউন্ডারি থেকে তার ব্যাটে এসেছে ৪৪ রান। ভারত বিশ্বকাপের আগে তার এমন ব্যাটিংয়ে স্বস্তি থাকলেও খেলা শেষে কিছুটা অস্বস্তির সংবাদ দিয়েছেন তামিম।

ম্যাচপর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সত্যি বলতে ফিরে ভালোই লাগছে। প্রথম ম্যাচে ৩০ ওভার, আজ ৫০ ওভার ফিল্ডিংয়ের পর ২০ ওভার ব্যাটিং করা, ভালোই লাগছে। তবে অনেক অস্বস্তি আছে এখনো পিঠে। ফিজিও ও আমি নিজেও এই অস্বস্তি কাটানোর চেষ্টা করছি। আমার শরীর কীভাবে সাড়া দেবে, সেটা নিয়ে আমাদের মেডিকেল টিমের সঙ্গে আলোচনা করছি।’

এদিকে রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শেষে আবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তামিম। দেশের ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগটির দশম আসরে তিনি খেলবেন ফরচুন বরিশালের হয়ে।

এদিন তার ব্যাকপেইন নিয়ে জানতে চাইলে তামিম বলেন, ‘মেডিকেল বিভাগ আছে। আপনারা সময়ে সময়ে আপডেট পেয়ে যাবেন। বিকেলে আমাকে আবার পরীক্ষা করবে। এখনো কোনো কিছু নিশ্চিত করে বলতে পারছি না। আপনারা নিউজ পাবেন, কী হচ্ছে না হচ্ছে।’

যথাযথ উত্তর না পেয়ে গণমাধ্যম আবার তামিমকে প্রশ্ন ছুড়ে দেয়, তিনি কেমন অনুভব করছেন? তামিম কিছুটা হেসে ফের উত্তর দেন, নিউজ পাবেন...তাতে অট্টহাসিতে মেতে ওঠে তামিমসহ উপস্থিত সবাই।

No description available.

এরপর তামিম যোগ করেন, ‘আমি কিছু বললে তো বিপদ। এখন আমি কী বলব! মেডিকেল বিভাগ আছে, তারা জানাবে।’

এদিকে গুঞ্জন আছে, কিউইদের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে বিশ্রামে থাকতে পারেন তামিম। ম্যাচ মাঠে গড়াবে আগামী ২৬ সেপ্টেম্বর। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৮৬ রানে হারে বাংলাদেশ।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ