• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে বিনামূল্যে

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩, ০৮:২২ পিএম

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে বিনামূল্যে

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

বিপিএল শুরুর আগে টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠানের দিকে চোখ থাকে ভক্তদের। এবার সকলের জন্য সুখবর নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের ১০ম আসরের উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে বিনামূল্যে।

ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় নির্বাচনের দিনক্ষণ। ইলেকশন কমিশনের পরিকল্পনা অনুযায়ী জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে নির্বাচন। তাতে ৬ জানুয়ারি বিপিএল নাও হতে পারে। তবে সূচি চূড়ান্তের আগেই পরিকল্পনা সাজিয়ে নিচ্ছে বিসিবি।

এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে বিনামূল্যে। যে কেউ সেই অনুষ্ঠান দেখতে পারবেন। তবে সেজন্য তাকে রেজিস্ট্রেশন করতে হবে। বিসিবির দেয়া নির্ধারিত সময়ের মধ্যে যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন, তারাই বিনামূল্যে অনুষ্ঠান দেখতে পারবেন। 

বিপিএল গভনিং কাউন্সিলের সভাপতি শেখ সোহেল বলেন, ‘প্রতিবার আমরা বাইরের থেকে শিল্পী আনি। কিন্তু এবার পুরো বাংলাদেশের সংস্কৃতির ওপরে ভর করে এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা করেছি। সবার জন্য সেটি উন্মুক্ত থাকবে সেই অনুষ্ঠান।’

বিপিএলে এবার মালিকানা বদল হয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজের। ডমিনেটর্সের পরিবর্তে ঢাকা খেলবে দুর্দান্ত নামে। গুঞ্জন ছিল, ফিরবে রাজশাহীর দল। কিন্তু শেষ পর্যন্ত এবার দেখা যাবে না পদ্মা পাড়ের কোনো দল। ইতোমধ্যে নামী কিছু বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। মাঠে প্রতিযোগিতামূলক ক্রিকেটের প্রত্যাশা গভর্নিং কাউন্সিলের।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ