• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিশ্বকাপ নিয়ে স্বপ্ন দেখতে বললেন তামিম

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩, ০৫:৪৫ পিএম

বিশ্বকাপ নিয়ে স্বপ্ন দেখতে বললেন তামিম

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

ওয়ানডেতে বাংলাদেশকে অন্যতম সেরা দল বলা হলেও সাম্প্রতিক পারফরম্যান্সটা তাদের পক্ষে নেই। এশিয়া কাপে ভরাডুবি হয়েছে টাইগারদের। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেও হেরেছে লিটন কুমার দাসের নেতৃত্বাধীন দল। এমন অবস্থায় প্রশ্ন এসেই যায়, বাংলাদেশ কি এই পারফরম্যান্স নিয়ে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখতে পারে?

ড্যাশিং ওপেনার তামিম ইকবালের কাছে উত্তরটা হ্যাঁ-বোধক। কিউইদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে সাবেক এই অধিনায়ক বলেন, ‘অবশ্যই। কয়েক জনের মন্তব্য শুনে কিছুটা অবাক হয়েছি। কিন্তু আমি অবশ্যই মনে করি যে আমাদের স্বপ্ন দেখা উচিত। যদি আপনার স্বপ্নই না থাকে, তাহলে কীভাবে এটা অর্জন করবেন? অনূর্ধ্ব-১৯ পর্যায়েও আমরা কখনও কোয়ার্টার ফাইনালের ওপরে যাইনি। তারা স্বপ্ন দেখেছে বলেই চ্যাম্পিয়ন হয়েছে। আমার কাছে মনে হয় যদি আপনার স্বপ্নই না থাকে, তাহলে কোনো পারপাসও নেই।’

সংবাদ সম্মেলনে তামিম কথা বলেছেন মানকাডিং নিয়েও। এ ম্যাচে ইশ সোধিকে মানকাড করেছিলেন বাংলাদেশের হাসান মাহমুদ। আম্পায়ার আউটও দিয়েছিলেন, আইসিসির নিয়মে বিষয়টি এখন বৈধ। কিন্তু লিটন পরে সোধিকে মাঠে ফিরে আসতে বলেন।

বিষয়টি নিয়ে তামিম বলেন, ‘এখানে সতর্ক করার কিছু নেই। এটা বোল্ডের মতো আউট। ওই সময়ে হয়তো অধিনায়ক চিন্তা করেছে আমরা এভাবে আউট নেব না। এজন্য আমরা তাকে ফিরিয়ে এনেছি। আসলে এই আউটে ভুল কিছু নেই। হয় আপনি এটা করবেন, আর নয়তো না। এটাতে কোনো ভুল নেই। এটা নিয়ে টিমে আলোচনা হওয়া উচিত। সামনে সব দলই এর সুবিধা নিতে চাইবে।’

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ