প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩, ১২:৪৬ এএম
ক্রিকেটে মানকাডিং আউট নিয়ে রয়েছে আলোচনা-সমালোচনা। এবার সেই আউটের বিষয়ে অনন্য নজির স্থাপন করল বাংলাদেশ। নিউজিল্যান্ডের এক ব্যাটসম্যানকে মানকাডিংয়ের ফাঁদে ফেলেও উইকেট ফিরিয়ে দিল লাল-সবুজের দল।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। যেখানে ৪৬তম ওভারে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ইশ সোধিকে মানকাড আউট করে আবার উইকেট ফিরিয়ে দেয় বাংলাদেশ।
৪৫.৩ ওভারে বোলিংয়ে ছিলেন হাসান মাহমুদ। স্ট্রাইক পজিশনে লকি ফার্গুসন আর নন-স্ট্রাইকে ইশ সোধি। ওভারের চতুর্থ বলটি করতে এসে হাসান খেয়াল করলেন বল ডেলিভারির আগেই ক্রিজ ছাড়ছেন সোধি। সুযোগ বুঝে তাই মানকাড করলেন হাসান। ফিল্ড আম্পায়ার ইরাসমাস সিদ্ধান্তের ভার দিলেন তৃতীয় আম্পায়ের কাঁধে। মাঠের জায়ান্ট স্ক্রিনে সিদ্ধান্ত ভেসে ওঠে `আউট`।
হতাশ হয়ে সাজঘরের দিকে হাঁটেন সোধি। এমন সময় আম্পায়ার ইরাসমাসের সঙ্গে আলাপ করেন টাইগার অধিনায়ক লিটন দাস, সঙ্গে ছিলেন বোলার হাসান মাহমুদও। নিজেদের সিদ্ধান্ত বদলে সোধিকে আবার ফিরে আসার আহ্বান জানান লিটনরা। এমন সময় মাঠে দেখা যায় একটা মধুর দৃশ্য। সোধি দৌঁড়ে ছুটে আসেন হাসানের দিকে। ব্যাট, হাতের গ্লাভস ছুড়ে জড়িয়ে ধরেন হাসানকে।
শেষ পর্যন্ত ৪৯.২ ওভারে সোধি আউট হন খালেদ মাহমুদের বলে। আর নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১০ উইকেট হারিয়ে ২৫৪ রানে।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/