• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

বিশ্বকাপ জিততে ভারতের করণীয় বলে দিলেন গম্ভীর

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৩, ০৬:০৯ পিএম

বিশ্বকাপ জিততে ভারতের করণীয় বলে দিলেন গম্ভীর

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

প্রায় এক যুগ পর ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করছে ভারত। সবশেষ বার শিরোপা ঘরে তুলেছিল টিম ইন্ডিয়া। এবারও সেই সুযোগ দেখছেন দেশটির সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। টিম ইন্ডিয়া বিশ্বকাপ জয়ের স্বাদ নিতে চাইলে অস্ট্রেলিয়াকে হারাতে হবেই বলে মনে করেন তিনি।

ব্রডকাস্ট চ্যানেল স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে গম্ভীর জানান, অস্ট্রেলিয়া আইসিসি ইভেন্টে বরাবরই শক্তিশালী। তাই তাদের হারানো ব্যতিত বিশ্বকাপ জেতা অসম্ভব।

গম্ভীর বলেন, ‘দেখুন, আমি আগেও অনেক বার বলেছি। বিশ্বকাপ জিততে চাইলে অস্ট্রেলিয়াকে হারাতেই হবে। ২০০৭ সালে আমরা যখন বিশ্বকাপ জিততলাম, তখনও কিন্তু অস্ট্রেলিয়া ভারতের কাছে হেরেছিল। আবার ২০১১ সালেও অজিদের আমরা কোয়ার্টার ফাইনালে হারাই।’

ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে বেশি ট্রফি অজিদের দখলে। শুধু ওয়ানডে না, যে কোনো ফরম্যাটের আইসিসি ইভেন্টে অস্ট্রেলিয়ার আধিপত্য। গম্ভীর বলছেন, ‘অস্ট্রেলিয়া আইসিসি ইভেন্টে সবচেয়ে শক্তিশালী দল। র‌্যাঙ্কিংয়ের আলাপ বাদ দিন, র‌্যাঙ্কিং দিয়ে কাজ নেই।’

গম্ভীর যোগ করেন, ‘আপনি র‌্যঙ্কিংয়ে যে কোনো স্থানে থাকতে পারেন। কিন্তু ওই ধরনের টুর্নামেন্টের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার প্লেয়াররা দারুণ খেলে। ওদের আত্মবিশ্বাস আছে, খেলোয়াড়রা ভূমিকা পালন করতে পারে।’

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ