প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৩, ০৩:৫৪ পিএম
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে সিটিজেনদের ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৮টায়। একই রাতে মাঠে নামছে বার্সেলোনাও। লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে তাদের ম্যাচ রাত সাড়ে ১০টায়।
দারুণ একটা মৌসুম কাটিয়ে এবার আরও বড় লক্ষ্য ম্যানচেস্টার সিটির। এক মৌসুমে ট্রেবল জিতে যে ইতিহাস গড়েছে সিটিজেনরা, সেটা ধরে রেখে চলতি মৌসুমটাও রাঙাতে চায় ইংলিশ জায়ান্টরা। নতুন মৌসুম শুরুর পর থেকেই অপ্রতিরোধ্য দলটা।
মৌসুমের শুরু থেকেই নিজেদের সক্ষমতার জানান দিচ্ছে ম্যানচেস্টার সিটি। তারুণ্য নির্ভর দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী কোচ পেপ গার্দিওলা। লিগে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামার আগেও পরিকল্পনায় কোনো কমতি রাখতে চান না স্প্যানিশ মাস্টারমাইন্ড।
সম্ভাব্য ৪-৩-৩ ফর্মেশনে দল সাজাচ্ছেন পেপ। হলান্ড, ফোডেন, আলভারেজদের নিয়ে আবারও বাজিমাতের লক্ষ্য দলটার। প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট লিগে এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি। দু`দলের মুখোমুখি পরিসংখ্যানটাও কথা বলছে সিটিজেনদের পক্ষে। তাই জয়ের ব্যাপারে দৃঢ়প্রত্যয়ী দলটা। তবে বেশকিছু ইনজুরি চিন্তার কারণ হতে পারে দলটার জন্য।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সিটি কোচ গার্দিওলা বলেন, `জ্যাক গ্রিলিশ অনুশীলন করেছে। ও পরের ম্যাচে ফিরতে পারে। তবে ডি ব্রুইনা, বার্নান্দো সিলভাকে পাওয়া যাবে না। আমাদের দল বেশ ভালো ফর্মে আছে। তাই আশা করছি ভালো কিছুই হবে।`
এদিকে, লা লিগায় গেল মৌসুমটায় আধিপত্য বিস্তার করে খেলেছে বার্সেলোনা। তবে চলতি মৌসুমে হঠাৎ করেই খেই হারিয়েছে কাতালানরা। গেতাফের বিপক্ষে এক ম্যাচে ড্র করে বার্সা।
পয়েন্ট টেবিলের শীর্ষ দখলের লক্ষ্যে এবার সেল্টা ভিগোর মুখোমুখি হবে জাভি হার্নান্দেজের দল। লেভান্ডোভস্কি, ফেলিক্স, গাভিদের নিয়ে প্রত্যাশা পূরণ করতে চান কোচ। প্রতিপক্ষ সেল্টা অপেক্ষাকৃত দুর্বল হওয়ায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বার্সা।
পূর্ণ তিন পয়েন্ট তুলে নিতে পরিকল্পনার ছক কষছেন জাভি। সম্ভাব্য ৪-৩-৩ ফর্মেশনে স্কোয়াড সাজাচ্ছেন তিনি। আক্রমণের চেয়ে রক্ষণ শক্তিশালী করতেই বেশি মনযোগী বার্সা বস। গেল তিন বছরে সেল্টার বিপক্ষে সাতবারের দেখায় তিন ম্যাচ জিতেছে বার্সা, আর দুবার জিতেছে সেল্টা ভিগো। তাই তারাও চাইবে যেকোনো মূল্যে জয় তুলে নিতে।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/