• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

আমি একমাত্র বিশ্বচ্যাম্পিয়ন যে ক্লাব থেকে স্বীকৃতি পাইনি: মেসি

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৩, ০৭:১২ পিএম

আমি একমাত্র বিশ্বচ্যাম্পিয়ন যে ক্লাব থেকে স্বীকৃতি পাইনি: মেসি

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

ফরাসি ক্লাব পিএসজিতে কাটানো দুটি মৌসুম নিয়ে অনেকবারই কথা বলেছিলেন লিওনেল মেসি। তবে এইবার আরও একটি বেদনার কথা জানালেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। তিনি বলেন, ‘আমিই একমাত্র বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলার, যে ক্লাব (পিএসজি) থেকে কোনো স্বীকৃতি পাইনি।’

পিএসজি ছেড়ে আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিকে যোগ দিয়েছেন মেসি। সেখানে  তিনি ‘ওলগা’ চ্যানেলে ‘মিগে গ্রানাদেস’ নামে আর্জেন্টাইন এক ইউটিউবারের কাছে একটি সাক্ষাৎকার দিয়েছেন। যেখানে তার কাটানো সুখ-দুঃখের নানা সময়কে ‘সব কিছুই একটি নির্দিষ্ট কারণে ঘটে’ বলে উল্লেখ করেছেন এলএমটেন।

এছাড়া সবকিছু প্রত্যাশিত না হলেও তা মেনে নিতে হয় এমন প্রসঙ্গ মূলত পিএসজিতে কাটানো সময়ের কথা বলতে গিয়েই তিনি বলেন, ‍‍`এটি এমন-ই ঘটেছে, সত্যটি আমার প্রত্যাশা অনুযায়ী ছিল না। তবে আমি সবসময় বলি যে বিষয়গুলো নির্দিষ্ট কোনো কারণেই ঘটে এবং যদিও আমি সেখানে (পিএসজি) ভালো ছিলাম না। সেখানে থাকাকালীন আমি বিশ্বচ্যাম্পিয়ন হয়েছি।‍‍`

এরপরই তিনি ফাইনালে ফ্রান্সকে পরাজিত করার বিষয়টি তুলে ধরে বলেন, ‍‍`সত্যিটা হচ্ছে আমি সে (কিলিয়ান এমবাপ্পে) সহ সবার সঙ্গে খুশি ছিলাম। কিন্তু এটা বোধগম্য যে সে সেই জায়গায় ছিল যেখানে আমরা ফাইনাল জিতেছিলাম এবং এটা আমাদের দোষ যে তারা বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি। সে কারণে আমিই একমাত্র খেলোয়াড় ছিলাম যে ক্লাব থেকে কোনো স্বীকৃতি পাইনি। অথচ দলের (আর্জেন্টিনা) আরও ২৫ জন খেলোয়াড় ঠিকই স্বীকৃতি পেয়েছে, আমার ক্ষেত্রে সেরকমটা হয়নি।‍‍`

বিশ্বকাপ জয়ের পরের মুহূর্ত সম্পর্কে মেসি বলেন, ‍‍`কী হয় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর? ধারাবাহিক উপভোগ্য মুহূর্ত এবং আমি সে পরিস্থিতি পছন্দ করি। আমি খেলতে উপভোগ করি, তবে অবশ্যই সেটি ভিন্ন পন্থায়। সে কারণেই আমার এখানে (ইন্টার মায়ামি) আসা এবং ইউরোপের বাইরে ভিন্ন অভিজ্ঞতা তৈরি করতে চেয়েছি।‍‍`

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ