• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

তানজিম সাকিবের প্রশংসায় পঞ্চমুখ কার্তিক-কুম্বলে

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৭:১০ পিএম

তানজিম সাকিবের প্রশংসায় পঞ্চমুখ কার্তিক-কুম্বলে

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

এশিয়া কাপে ভারতের বিপক্ষে আনুষ্ঠানিকতার ম্যাচে বাজিমাত করেছে বাংলাদেশ। এশিয়া কাপের চ্যাম্পিয়ন দলটি পুরো টুর্নামেন্টে ওই একটি ম্যাচেই পরাস্থ হয়েছে। ম্যাচটিতে আলো ছড়িয়ে নজর কেড়েছেন তরুণ ক্রিকেটার তানজিম হাসান সাকিব। আর তারই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভারতের দিনেশ কার্তিক ও অনিল কুম্বলে।

গত ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে কলম্বোয় মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রানের সংগ্রহ গড়ে টাইগাররা। জবাবে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৯ রান করে ভারত। তাতে ৬ রানে জয় পায় লাল-সবুজের দল।

ম্যাচটিতে শেষদিকে ব্যাট হাতে নেমে ৮ বল খেলে এক চার ও এক ছক্কার সাহায্যে ১৪ রান করেন তানজিম সাকিব। আর বল হাতে ৭.৫ ওভারে ১টি মেডেন ও ৩২ রান দিয়ে তুলে নিয়েছেন দুটি উইকেট। যেখানে ভারতের দলপতি ও অন্যতম ভরসার নাম রোহিত শর্মার উইকেট রয়েছে। রয়েছে টপঅর্ডার ব্যাটসম্যান তিলক ভার্মার উইকেটও।

ক্রিকবাজে তানজিম সাকিবকে প্রশংসায় ভাসিয়ে দিনেশ কার্তিক বলেছেন, ‘তানজিম সাকিবের বোলিং দেখে মনে হচ্ছে তার জন্য দুর্দান্ত ভবিষ্যত অপেক্ষা করছে। সে বাদেও আরও কয়েকজন বাংলাদেশি বোলার অদূর ভবিষ্যতে দারুণভাবে ভূমিকা রাখবে।’

এ দিকে ভারতীয় কিংবদন্তী লেগ স্পিনার অনিল কুম্বলে বলেছেন, ‘তানজিম হাসান সাকিব দুর্দান্ত ছিল। সে যেভাবে খেলেছে সেটি সহজ নয়। নতুন বলে গতি দিয়েছে। তাতে সব ব্যাটসম্যানই তার বিপক্ষে ভুগেছে। নতুন বলে তার চেয়ে ভালো কেউ ছিল না। ডেথ ওভারেও সে ভালো করেছে।’

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ