• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিপিএলের সাত দল চূড়ান্ত, ২৪ সেপ্টেম্বর প্লেয়ার্স ড্রাফট

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৩, ০৫:৩৭ এএম

বিপিএলের সাত দল চূড়ান্ত, ২৪ সেপ্টেম্বর প্লেয়ার্স ড্রাফট

ক্রীড়া ডেস্ক

দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্টের দশম আসরে এসে যুক্ত হয়েছে নতুন দল। মূলত একটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদলে দলের নাম পরিবর্তন হয়েছে।

সবশেষ আসরে ঢাকা ডমিনেটর্স নামে খেলা দলটি এবার খেলবে দুর্দান্ত ঢাকা নামে। এছাড়া বিপিএলের অন্য দলগুলো হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

আগামী ২৪ সেপ্টেম্বর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বিসিবি। জানুয়ারির মাঝামাঝি থেকে গড়াতে পারে বিপিএলের এবারের আসর।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ