• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অঘোষিত সেমিফাইনালে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩, ১২:৫৩ এএম

অঘোষিত সেমিফাইনালে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিানয়ক বাবর আজম। বৃষ্টির কারণে দেরি হওয়ায় খেলা হবে ৪৫ ওভারে।

এক ম্যাচ বাকি রেখে এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত, বাদ পড়েছে বাংলাদেশ। ফলে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি পরিণত হয়েছে এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে। এ ম্যাচে যারা জিতবে, তারাই ফাইনাল খেলবে টিম ইন্ডিয়ার বিপক্ষে।

অঘোষিত সেমিফাইনাল বিধায় পাকিস্তান ও শ্রীলঙ্কা, দুদলের জন্যই ম্যাচটি সমানভাবে গুরুত্বপূর্ণ। আবার বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে লাভ লঙ্কানদের। কেননা পাকিস্তানের চেয়ে নেট রানরেটে এগিয়ে থাকায় তারাই ফাইনালে যাবে।

গুরুত্বপূর্ণ এ ম্যাচে পাঁচটি পরিবর্তন নিয়ে নেমেছে পাকিস্তান। পরিবর্তন এসেছে শ্রীলঙ্কার একাদশেও। কাসুন রাজিথার বদলে প্রমোদ মদুশান ও দিমুথ করুনারত্নের বদলে সুযোগ পেয়েছেন কুশাল পেরেরা।

পাকিস্তান একাদশ
ফখর জামান, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও জামান খান।

শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিসাঙ্কা, কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, দুনিথ ভাল্লেলাগে, মহেশ থিকশানা, প্রমোদ মদুশান ও মাথিশা পাথিরানা।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করেন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ