• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পাক বোলারদের তুলোধুনো করে রানের পাহাড়ে ভারত

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৩, ০১:৪২ এএম

পাক বোলারদের তুলোধুনো করে রানের পাহাড়ে ভারত

ক্রীড়া ডেস্ক

এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভারত রানের পাহাড় গড়েছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বোলারদের নাস্তানাবুদ করে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫৬ রান করেছে। দুই সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে ভারতের এ রানের পাহাড়। বিরাট কোহলি ১২২ রানে অপরাজিত। তার সঙ্গে অপরাজিত লোকেশ রাহুল ১১১। আউট হওয়া দুই ব্যাটার রোহিত শর্মা ও শুভমান গিল যথাক্রমে করেছেন ৫৬ ও ৫৮।

পেসারদের ব্যর্থতায় শাদাব খান গতকাল ভারতের ইনিংসে প্রথম আঘাত হানেন। ১২১ রানে প্রথম উইকেটের পতন হয়েছিল ভারতের। দুই রান ব্যবধানে শাহীন শাহ আফ্রিদি উইকেট শিকারে নাম লেখান। তারপর গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত পাকিস্তান বোলাররা আর কোনো উইকেট ফেলতে পারেনি। ফলে তৃতীয় উইকেটে ২৩৩ রানের বিশাল পার্টনারশিপ গড়েন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। কোহলি মাত্র ৯৪ বলে ১২২ রান করেন। ৯টি বাউন্ডারির পাশাপাশি তিনটি ওভার বাউন্ডারি ছিল তার ইনিংসে। কোহলি ৮৪  বলে সেঞ্চুরি করেছিলেন। আর লোকেশ রাহুল ১০৬ বলে করেন ১১১ রান। এক ডজন বাউন্ডারি ছিল তার ইনিংসে। দুটো ছিল ওভার বাউন্ডারি। লোকেশ রাহুল সমান বলে সেঞ্চুরি করেন।
ভারত ও পাকিস্তানের এ ম্যাচটি মূলত গতকাল শুরু হয়েছিল। ম্যাচটি শুরু হওয়ার কিছুক্ষণ পর বৃষ্টির কারণে স্থগিত রাখতে হয়। আজ ছিল রিজার্ভ ডে। মূলত এবারের এশিয়া কাপে শুধুমাত্র ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে ছিল। কিন্তু দর্শক আগ্রহরে কথা বিবেচনা করে হঠাৎ করেই এ ম্যাচের জন্য রিজার্ভ ডের ব্যবস্থা করা হয়।

গতকাল টস জয়ের পর ভারত অধিনায়ককে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। কিন্তু ম্যাচ শুরু হতে না হতেই বুঝতে পারেন বড্ড ভুল ছিল তার সিদ্ধান্ত। কেননা ভারতের দুই ওপেনার রোহিত শমা ও শুভমান গিল শুরু থেকেই পাকিস্তান বোলারদের ওপর চড়ায় হয়। যে পেস ডিপার্টমেন্ট নিয়ে এতদিন পাকিস্তান প্রতিপক্ষ ব্যাটারদের ওপর ছড়িয়ে ঘুরিয়েছে এ ম্যাচে তাদেরকে পাড়ার বোলাররে পরিণত করেছে ভারতের ব্যাটাররা।

ভারতীয় ব্যাটারদের সামনে পড়ে পাকিস্তানের পেসারদের কি অবস্থা তা একটু দেখে নেওয়া যাক। আফ্রিদি ১০ ওভারে ৭৯ রান দিয়েছেন। উইকেট পেয়েছেন একটি। নাসিম শাহ ৯.২ ওভারে ৫৩ রান দিয়ে উইকেট শুন্য থাকতে হয়েছে। ফাহিম আশরাফ ১০ ওভারে দিয়েছেন ৭৪ রান। হারিস রউফ ৫ ওভারে ২৭ রান। ইনজুরির কারণে আজ তিনি খেলেননি।

 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ