• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাত আটটায় পিচ পরিদর্শন করবেন আম্পায়াররা

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৩, ০১:৩৭ এএম

রাত আটটায় পিচ পরিদর্শন করবেন আম্পায়াররা

ক্রীড়া ডেস্ক

পূর্বাভাস ছিল বৃষ্টির। তবে টস এবং খেলার শুরুর সময়ে ছিল না কোনো বৃষ্টি। ফলে নির্ধারিত সময়েই শুরু এশিয়া কাপে সুপার ফোরে ভারত-পাকিস্তান খেলা। তবে ২৪ ওভারের বেশি খেলা চালিয়ে যাওয়া সম্ভব হলো না। কারণ ২৫তম ওভারের প্রথম বলের পরই বৃষ্টি হানা দিয়েছে। ফলে খেলা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন আম্পায়াররা। তবে বৃষ্টি এখন থেমেছে। রাত আটটায় আম্পায়াররা মাঠ পরিদর্শন করবেন। যদি সবকছিু ঠিক থাকে তাহলে রাত ১১টায় খেলা শুরু হতে পারে।

যদি এরপর আর ব্যাটিংয়ে নামার সুযোগ না পায় ভারত। তাহলে ডিএল মেথডে ম্যাচের ফলাফল বের করতে পাকিস্তানকে নূন্যতম ২০ ওভার ব্যাটিংয়ের সুযোগ দিতে হবে। সেক্ষেত্রে বাবর আজমের দলের জন্য লক্ষ্যমাত্রা হবে ১৮১ রান।

২৪.১ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৪৭ রান। ৮ রান নিয়ে উইকেটে আছনে বিরাট কোহলি। অপর অপরাজিত ব্যাটার লোকেশ রাহুলের সংগ্রহ ১৭ রান।

এশিয়া কাপের এবারের আসরে পাকিস্তানের বিপক্ষে প্রথম দেখায় ব্যর্থ ছিল ভারতের টপ অর্ডার। গ্রুপ পর্বের সেই ম্যাচে পাত্তায়ই পাননি রোহিত শর্মা-বিরাট কোহলিরা। সেই প্রতিশোধের পণ করেই যেন আজ মাঠে নেমেছিলেন দুই ওপেনার শুভমান গিল ও রোহিত! অবশ্য ফিফটি হাঁকিয়ে আর বেশিক্ষণ টিকতে পারেননি  দুজনের কেউই।

১৭তম ওভারে ৫৬ রান করা রোহিতকে সাজঘরে ফিরিয়ে ১২১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন শাদাব খান। এরপরের ওভারেই ফিরেছেন গিলও। এই ওপেনারও ফিফটির দেখা পেয়েছেন। তার ব্যাট থেকে এসেছে ৫২ বলে ৫৮ রান।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ