• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শ্রীলঙ্কায় ভারতের বিপক্ষে বাড়তি সুবিধা পাব: বাবর

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩, ০৩:৫৯ এএম

শ্রীলঙ্কায় ভারতের বিপক্ষে বাড়তি সুবিধা পাব: বাবর

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের মহারণ বৃষ্টির কারণে ফল ছাড়াই শেষ হয়েছে। এবার সুপার ফোরের লড়াইয়ে মাঠে নামবে দুদল। সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ম্যাচটির জন্য রাখা হয়েছে একটি রিজার্ভ ডে।

রোববার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শ্রীলঙ্কার কলম্বোতে সুপার ফোরের লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচটিতে হানা দিতে পারে বৃষ্টি। এমনটাই জানিয়েছে ক্রিকেট বিষয়ক মাধ্যম ইএসপিএনক্রিকইনফো।

এ দিকে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বিভিন্ন কারণে তিনি নিজের দলকে ভারতের তুলনায় এগিয়ে রাখছেন।

বাবর আজম বলেন, ‘শ্রীলঙ্কায় আমরা টানা ক্রিকেট খেলেছি। ফলে ভারতের বিপক্ষে বাড়িত কিছু সুবিধা পাব বলে আশা করছি। টেস্ট সিরিজ, লঙ্কান প্রিমিয়ার লিগ, আফগানিস্তান সিরিজ আর এশিয়া কাপ মিলিয়ে প্রায় আড়াই মাস ধরে এখানে খেলছি। এজন্য এখানকার আবহাওয়া, উইকেটের ধরণ আমাদের কাছে কিছুটা পরিচিত। সেটিই বাড়তি সুবিধা দেবে।’

এর আগে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত-পাকিস্তান লড়াই বৃষ্টিতে ভেসে গিয়েছিল। সেই ম্যাচে ভারত আগে ব্যাটিংয়ে নেমে ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৬৬ রান করেছিল। এরপরে বৃষ্টির কারণে ব্যাটিংয়ে আর নামতে পারেনি পাকিস্তান।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ