• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভোরে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা, দেখে নিন সম্ভাব্য শুরুর একাদশ

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩, ০৪:০৩ এএম

ভোরে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা, দেখে নিন সম্ভাব্য শুরুর একাদশ

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

নতুন মিশনে মাঠে নামছে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ল্যাটিন অঞ্চলের বাছাইয়ের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে লড়বে লিওনেল মেসির দল। ম্যাচটি সামনে রেখে দলগত অনুশীলন সম্পন্ন করেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে মেসিরা। আর্জেন্টিনার মাঠ বুয়েনস আইরেসের স্তাদিও মনুমেন্তালে গড়াবে ম্যাচটি।

দুর্দান্ত ছন্দে থাকা মেসিকে ঘিরেই ইকুয়েডরকে হারানোর পরিকল্পনা সাজিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। এদিন আর্জেন্টিনার জার্সিতে শুরুর একাদশে সম্ভাব্য সেরা তারকাদেরই নামাবেন স্কালোনি।

ইকুয়েডরের বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে আর্জেন্টিনা। দুদল মুখোমুখি হয়েছিল মোট ১৫ বার। যেখানে ৭ ম্যাচে জিতেছে আলবিসেলেস্তেরা। হেরেছে তিনটিতে, আর ড্র হয়েছে ৫ ম্যাচে। ইকুয়েডরের জালে আর্জেন্টিনা বল পাঠিয়েছে ২৫ বার, হজম করেছে ১৪ গোল।

এরআগে গত জুনে দুইটি প্রীতি ম্যাচ খেলে আর্জেন্টিনা। ম্যাচ দুটিতে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়াকে হারায় বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডে পল, এনজো ফের্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

এআরআই/জেকেএস

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ