• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

তিন কোচ নিয়ে অনুশীলনে তামিম

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩, ০২:১৭ এএম

তিন কোচ নিয়ে অনুশীলনে তামিম

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ দল এশিয়া কাপ খেলতে এখন অবস্থান করছে শ্রীলঙ্কায়। পাকিস্তান পর্ব শেষ করে আজই কলম্বোতে পৌঁছেছে সাকিব আল হাসানের দল। তবে ইনজুরির কারণে ঢাকাতেই অবস্থান করছেন তামিম ইকবাল। ধীরে ধীরে পিঠের চোট কাটিয়ে ফিরছেন ব্যাটিংয়ে।

সেই ধারাবাহিকতায় আজও ব্যাটিং অনুশীলন করেছেন তামিম। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে এদিন প্রায় ঘন্টাখানেকের মতো অনুশীলন করেন তামিম। এছাড়া রানিংসহ জিমও করেন টাইগার এই ওপেনার। ব্যাটিং অনুশীলনের সময় অবশ্য বেশ স্বস্তিতে থাকতেই দেখা গেছে তামিমকে। পেসার বা নেট থ্রোয়ারের বল বেশ স্বাচ্ছন্দ্যেই খেলেছেন তিনি।

মিরপুরে তামিমের এমন একাকী অনুশীলন দেখভাল করছেন ঘরোয়া ক্রিকেটের কোচ সোহেল ইসলাম। এছাড়া দেখা যায় তামিমের প্রিয় গুরু মোহাম্মদ সালাউদ্দিনকেও। শিষ্যের এমন বাজে সময়ে ছুটে এসেছেন সাহায্য করতে। হয়তোবা নতুন রূপে দেখার জন্যই তামিমের এমন দৌড়ঝাঁপ।

এছাড়া অনুশীলনে ছিলেন জাতীয় দলের সাবেক কোচ জেমি সিডন্সও। তামিমের কোথায় সমস্যা, কি নিয়ে কাজ করা উচিত সে সব তিনি দাঁড়িয়ে দেখে সমাধান করেছেন। এদিকে গতকাল ব্যাটিং অনুশীলন শেষে তামিমকে দেখা গিয়েছিল মিরপুরের মূল মাঠে ফিল্ডিং অনুশীলনেও। শুরুতে একটু সমস্যার সৃষ্টি হলেও সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেন তামিম।

এদিকে এশিয়া কাপের ৩ ম্যাচেই দেখা গেছে দলের ওপেনিং পজিশন নিয়ে সমস্যা। একজন ভালো করেন তো অন্যজন ব্যর্থ। মেকশিফট ওপেনার হিসেবে মেহেদী হাসান মিরাজ এক ম্যাচে লেটার মার্ক পেলেও আরেক ম্যাচে হয়েছেন ব্যর্থ। যে কারণে বিশ্বকাপের আগে তামিমের ফিট হয়ে মাঠে ফেরাটা অতি জরুরী।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ