• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দ্বিতীয় ধাপে একসঙ্গে ৪ লাখ টিকিট ছাড়ছে বিসিসিআই

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৩, ০৬:২৯ পিএম

দ্বিতীয় ধাপে একসঙ্গে ৪ লাখ টিকিট ছাড়ছে বিসিসিআই

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য দ্বিতীয় দফায় টিকিট ছাড়তে যাচ্ছে ভারত। আগামী ৮ সেপ্টেম্বর শুরু হবে বিশ্বকাপের জন্য দ্বিতীয় ধাপের টিকিট বিক্রি। এবার একবারে ৪ লাখ টিকিট এক সঙ্গে ছাড়া হচ্ছে।

প্রথম ধাপে ওয়ানডে বিশ্বকাপের টিকিট বিক্রিতে অনেক সমালোচনা শুনতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। নির্ধারিত সময়ে লগইন করেও টিকিট কাটতে পারেননি অনেক সমর্থক। টিকিট বিক্রির দায়িত্ব পাওয়া বুকমাইশো কর্তৃপক্ষ ক্ষমাও চেয়েছে এই কারণে।

বিসিসিআই তাই দ্বিতীয় দফায় এক সঙ্গে ৪ লাখ টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে। টিকিটের বিপুল চাহিদা দেখে দ্রুত দ্বিতীয় দফায় টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। বুধবার (৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, আয়োজক রাজ্য অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে আলোচনা করেই ৪ লাখ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে তারা।

আগামী ৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় টিকিট বিক্রি শুরু হবে। কিনতে হলে বিশ্বকাপের আনুষ্ঠানিক টিকিট বিক্রির ওয়েবসাইটে যেতে হবে সমর্থকদের। দ্বিতীয় ধাপে টিকিট কিনতে ব্যর্থ হলেও, আরও কয়েক ধাপে টিকিট বিক্রি চলবে বলে জানিয়েছে বিসিসিআই।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ