• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

প্রথমবারের মতো সেরা ১০০ তে শান্ত, এগিয়েছেন মিরাজও

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৩, ০১:২৩ এএম

প্রথমবারের মতো সেরা ১০০ তে শান্ত, এগিয়েছেন মিরাজও

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

চলতি বছর বাংলাদেশের পক্ষে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান নাজমুল হোসেন শান্তর। দারুণ ফর্মটা তিনি টেনে এনেছিলেন এশিয়া কাপেও। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯, পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১০৪ - আসরের সর্বোচ্চ রান ছিল তারই। কিন্তু সে ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে। তবে দারুণ ব্যাটিংয়ের পুরস্কার পেলেন তিনি।

প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের সেরা ১০০ এর মধ্যে জায়গা করে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। বুধবার (৬ সেপ্টেম্বর) হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে ৭৭তম স্থানে উঠে এসেছেন এই বাঁহাতি। চার বছরের ক্যারিয়ারে ২৯ ম্যাচ খেলার পর সেরা ১০০তে জায়গা পেলেন তিনি।

তবে আফগানদের বিপক্ষে সেঞ্চুরির পর ৭৫তম স্থানে উঠে এসেছিলেন। কিন্তু সুপার ফোরের আগেই ছিটকে পরা এই বাঁহাতি ফের দুই ধাপ নেমে গেছেন।

এছাড়াও উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করে চারমাস পর ফের সেরা ১০০ এর ভিতরে জায়গা করে নিয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে র‍্যাঙ্কিংয়ের ৯৬তম স্থানে ছিলেন তিনি।

ব্যাটিংয়ের মতো অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও এগিয়েছেন মিরাজ। বোলিংয়ে এক ধাপ পেছালেও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে আটে উঠে এসেছেন তিনি।

এদিকে বোলিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ১০ এ উঠে এসেছেন সাকিব আল হাসান। দুই ধাপ এগিয়ে ১০ নম্বরে আছেন সাকিব। গত মার্চে আয়ারল্যান্ড সিরিজের পর এই প্রথম সেরা ১০ এ জায়গা পেলেন তিনি।

এগিয়েছেন তাসকিন আহমেদও। দুই ধাপ এগিয়ে ৪২ এ আছেন তিনি। বোলারদের সেরা ১০০ এর মধ্যে ঢুকেছেন আরেক পেসার শরীফুল ইসলাম। আফগানিস্তান ম্যাচের পর ৯৭তম স্থানে ওঠা এই বাঁহাতি পেসার পাকিস্তান ম্যাচের আগে আছেন ৯৯ এ।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ