• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৩, ০৩:৫৭ পিএম

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

আবারও এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। মাঝে এক আসর সুপার ফোরে উঠতে ব্যর্থ হয়েছিল তারা। এবারের সুপার ফোরে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষই পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের এক দিন আগেই একাদশ ঘোষণা করেছিলো তারা। পেস নির্ভর পাকিস্তান দলের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ এক নজরে দেখে নেয়া যাক।

নাজমুল হোসেন শান্ত হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ায় এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। যার কারণে তার জায়গায় বাংলাদেশ দলে ওপেনিং করবেন লিটন দাস। এরই মধ্যে লিটন সুস্থ হয়ে বাংলাদেশ দলের সঙ্গে যুক্তও হয়েছেন। লিটনের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে নাঈম শেখকে। ফলে আফগানিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে নামা মিরাজ আবারও নিচে ব্যাটিং করবেন।

তিন নম্বরে নামবেন তাওহীদ হৃদয়। আর চার, পাঁচ এবং ছয় নম্বরে দেখা যাবে যথাক্রমে সাকিব, মুশফিক এবং আফিফকে। আর ওপেনিংয়ে সুযোগ যদি না পান মিরাজ, তবে টাইগার এই অলরাউন্ডার নামবেন সাত নম্বরে।

এদিকে শামীম পাটোয়ারীর আট নম্বর পজিশনটা প্রায় নিশ্চিত। আর শেষ তিন পজিশনে দেখা যেতে পারে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলামকে। এ ম্যাচে একাদশে জায়গা না হওয়ার সম্ভাবনা রয়েছে মুস্তাফিজুর রহমানের। একসময় বাংলাদেশ দলের অটোচয়েজ ছিলেন এই পেসার।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ 
নাঈম শেখ, লিটন দাস, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ