• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

বাংলাদেশের মুখোমুখি হওয়ার একদিন আগেই পাকিস্তানের একাদশ ঘোষণা

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৩, ০৩:৩৪ এএম

বাংলাদেশের মুখোমুখি হওয়ার একদিন আগেই পাকিস্তানের একাদশ ঘোষণা

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

এশিয়া কাপের মঞ্চে দল নিয়ে যেন কোনো গোপনীয়তা নেই পাকিস্তানের। নেপাল ও ভারতের পর এবার বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ে নামার একদিন আগে একাদশ ঘোষণা করে দিয়েছে বাবর আজমরা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।

সে ম্যাচের ১৮ ঘণ্টারও বেশি আগে নিজেদের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। ফলে প্রতিপক্ষকে নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা সাজানোর একটা সুযোগ পাচ্ছে বাংলাদেশ। তবে বাবররা হয়তো সে সব নিয়ে ভাবছে না।

একাদশে অবশ্য নেই কোনো চমক। নেপাল ও ভারতের বিপক্ষে খেলা একাদশ নিয়েই বাংলাদেশের মোকাবিলায় মাঠে নামবে বাবররা। যেখানে পেস আক্রমণে থাকবেন নাসিম শাহ, শাহিন আফ্রিদি ও হারিস রউফ। স্পিন আক্রমণে থাকছেন শাদাব খান ও মোহাম্মদ নেওয়াজ। বাবর আজম, ফখর জামান, ইমাম-উল-হক, ইফতিখার আহমেদদের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপ নিয়েই মাঠে নামছে পাকিস্তান।

‘এ’ গ্রুপ থেকে সুপার ফোরে পা রেখেছে পাকিস্তান। আর ‘বি’ গ্রুপ থেকে কোয়ালিফাই করেছে বাংলাদেশ।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম উল হক, সালমান আলী আঘা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ