• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

পরিবর্তন হচ্ছে না এশিয়া কাপের ভেন্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৩, ০৩:০০ এএম

পরিবর্তন হচ্ছে না এশিয়া কাপের ভেন্যু

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

চলতি এশিয়া কাপে শ্রীলঙ্কার ম্যাচগুলোতে বৃষ্টির বাগড়ায় এরই মধ্যে ম্যাচ বাতিল হয়েছে। এছাড়াও, বৃষ্টির কারণে ভারত ও নেপালের মধ্যকার ম্যাচটিও অনেকক্ষণ বন্ধ ছিল। এমন অবস্থায় ভেন্যু পরিবর্তনের কথা উঠেছিল। তবে সেটা আর হচ্ছে না।

পাল্লেকেলেতে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি ভেসে যায় বৃষ্টির কারণে। এই সময়ে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতেও হচ্ছে টানা বৃষ্টি, আগামী কয়েকদিনও কলম্বোতে আছে বৃষ্টির সম্ভাবনা। বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরে সুপার ফোরের প্রথম ম্যাচের পর এশিয়া কাপের বাকি অংশ হবে কলম্বোতে।

সেক্ষেত্রে চিন্তা করা হচ্ছিল, কলম্বো থেকে সরিয়ে ম্যাচগুলো শ্রীলঙ্কার অন্য ভেন্যুতে নেয়া হবে। কিন্তু এসিসি সভাপতি জয় শাহ’র সিদ্ধান্তে এশিয়া কাপের বাকি অংশ থাকছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামেই।

শ্রীলঙ্কায় এই সময়ে বেশি বৃষ্টি হয়ে থাকে। পাকিস্তান এবারের এশিয়া কাপের মূল আয়োজক। কিন্তু ভারতের সঙ্গে পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার কারণে, এশিয়া কাপ হাইব্রিড-মডেলে অনুষ্ঠিত হচ্ছে। সেক্ষেত্রে শ্রীলঙ্কাও আরেকটি আয়োজক দেশ হিসেবে দায়িত্ব পালন করছে।

এদিকে এসিসি নিশ্চিত করে জানিয়ে দিয়েছে, সুপার ফোরের ম্যাচ এবং ফাইনাল ম্যাচ কলম্বোতেই অনুষ্ঠিত হবে। যা মূলত আগেই ঘোষণা করা হয়েছিল।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ