• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল ভারত

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩, ০২:৩০ এএম

পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল ভারত

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

শুরুতেই বৃষ্টির বাধায় ম্যাচে গতি হারায় ভারত। তবে ইশান কিষাণ ও হার্দিক পান্ডিয়ার দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে খোলস ছেড়ে বেরিয়ে আসে দলটি। যদিও রোহিত শর্মা বাহিনীকে শেষটা রাঙাতে দেননি পাকিস্তানের বোলররা। শেষ পর্যন্ত বাবর আজমদের ২৬৭ রানের লক্ষ্য দিয়েছে ভারত।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শ্রীলঙ্কার পাল্লাকেলে স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। প্রথম ইনিংসে দুইবার বৃষ্টির বাধা কাটিয়ে শেষ পর্যন্ত ৪৮.৫ ওভারেই শেষ হয় ভারতের ব্যাটিং ইনিংস। হার্দিকের ৮৭ ও ইশানের ৮২ রানে ভর করে রোহিত শর্মার দল সব উইকেট হারিয়ে ২৬৬ রান করে।

দলের প্রয়োজনীয় মুহূর্তে উইকেট তুলে নিলেন হারিস রউফ। ৮২ রান করা ইশান কিষাণকে তৃতীয় শিকার বানান হারিস। ছবি : সংগৃহীত

এ দিন মাত্র ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল ভারত। তবে পাকিস্তানের বিপক্ষে সেই চাপকে সামল দিয়ে হাফ সেঞ্চুরি করেন ইশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া। দুজনের রানে ভর করে ভারত এগিয়ে যাচ্ছিল বড় লক্ষ্যের দিকে। তবে দলীয় ২০৪ রানে ইশানকে ফিরিয়ে সেই যাত্রায় কিছুটা বাধা দেন হারিস। ইশান-পান্ডিয়ার ১৩৮ রানের জুটি ভাঙেন হারিস। পাকিস্তানি এই পেসার তাতে তৃতীয় উইকেটের দেখা পেয়ে যান।

শুরুর চাপ সামলে ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন ইশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া। দুজনেই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। ছবি : সংগৃহীত

এরপরে এক প্রান্ত আগলে রেখে ঝোড়ো ব্যাটিং শুরু করেন পান্ডিয়া। পরপর বেশ কয়েকটি বাউন্ডারি হাঁকিয়ে তিনি সেঞ্চুরির দিকে এগিয়ে চলেন। তবে তাকেও হতাশ হয়ে ফিরতে হয়েছে। ৮৭ রানে হার্দিককে সাজঘরে ফেরান শাহিন। হার্দিকের বিদায়ের পরে দাঁড়াতে পারেনি ভারত। শুরুর মতোই উইকেট পড়তে থাকে দলটির। শেষের তিন উইকেট তুলে নেন নাসিম শাহ।

এশিয়া কাপের টানটান উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে জোড়া উইকেট পেয়েছেন শাহিন আফ্রিদি ও হারিস রউফ। ছবি : সংগৃহীত

এর আগে ব্যাটিংয়ে নেমে সাবধানে পথ চলতে থাকে ভারত। তবে পঞ্চম ওভারে এসে বৃষ্টির বাধায় পড়ে দুদল। এরপরে খেলা মাঠে গড়ালে ৪.৬ ওভারে ১১ রান করে মাঠ ছাড়েন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এরপরে ৬.৩ ওভারে মাত্র ৪ রান করা বিরাট কোহলিকেও ফেরান শাহিন। তাতে বৃষ্টির পরে ভারত বড় ধাক্কা খায়। সেই ধাক্কা আরও বড় করেন হারিস রউফ। তিনি শ্রেয়াস আইয়ারকে ফেরান মাত্র ১৪ রানে।

এশিয়া কাপের ম্যাচ চলাকালীন হার্দিক পান্ডিয়ার জুতোর ফিতা বেঁধে দিলেন শাদাব খান। ছবি : সংগৃহীত

১১.২ ওভার খেলা চলাকালীন আবারও শুরু হয় বৃষ্টি। প্রায় ৩০ মিনিট পরে খেলা আবারও মাঠে গড়ায়। এবার জোড়া উইকেট তোলার কোটা পূর্ণ করেন হারিস। ১৪.১ ওভারে মাত্র ১০ রান করা শুভমান গিলকে বিদায় করেন তিনি। তবে এরপেরই ঘুরে দাঁড়ায় ভারত। ইশান-পান্ডিয়ার ব্যাটে চড়ে চাপমুক্ত হয় ভারত। এ দিকে দলকে ভালো জায়গায় নিয়ে গেলেও এই দুই ব্যাটসম্যান শেষ পর্যন্ত সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরেছেন।

এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বৃষ্টির বাধা। ছবি : সংগৃহীত

সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৪৮.৫ ওভারে ২৬৬/১০ (রোহিত ১১, কোহলি ৪, গিল ১০, শ্রেয়াস ১৪, ইশান ৮২, পান্ডিয়া ৮৭, জাদেজা ১৪, শার্দুল ৩, কুলদীপ ৪, বুমরাহ ১৬, সিরাজ ১*; শাহিন আফ্রিদি ১০-২-৩৫-৪, নাসিম ৮.৫-০-৩৬-৩, হারিস ৯-০-৫৮-৩, শাদাব ৯-০-৫৭-০, নাওয়াজ ৮-০-৫৫-০ ও সালমান ৪-০-২১-০)।
পাকিস্তানের লক্ষ্য: ২৬৭ রান।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ