প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৩, ০৭:৫১ পিএম
আর মাত্র কয়েক ঘণ্টা পরেই মাঠের লড়াইয়ে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ক্রিকেট সমর্থকদের কাছে এই দুই দলের লড়াই সবসময়ই বিশেষ। রাজনৈতিক কারণে গত ১১ বছর ধরে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকায় এই দ্বৈরথ এখন ভিন্ন মাত্রা লাভ করেছে।
বৈশ্বিক কিংবা মহাদেশীয় যেকোনো আসরে ভারত-পাকিস্তানের লড়াইকে ঘিরে থাকে টানটান উত্তেজনা। এবারও তাই। শ্বাসরুদ্ধকর এক লড়াই দেখার জন্য প্রস্তুত ক্রিকেটবিশ্ব। শনিবার (২ সেপ্টেম্বর) ক্যান্ডিতে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে নামবে ভারত-পাকিস্তান।
এশিয়া কাপের অতীত পরিসংখ্যান এবং শক্তির বিচারে পাকিস্তানের চেয়ে কিছুটা এগিয়ে ভারত। তবে সাম্প্রতিক সময়ে আবার দুর্দান্ত ক্রিকেট খেলছে বাবর আজমের দল। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান এখন তাদের দখলে। তাই লড়াইটা যে সহজ হবে না সেটা বলাই যায়।
সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কায় বেশকিছু সিরিজ খেলেছে পাকিস্তান। এছাড়া দেশটির ফ্র্যাঞ্চাইজি লিগ লঙ্কা প্রিমিয়ার লিগেও খেলেছে পাকিস্তানি অনেক খেলোয়াড়। সেখান থেকে অর্জিত অভিজ্ঞতা ম্যাচে কাজে লাগানো যাবে বলে মনে করেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
তিনি বলেন, `এখানে জুলাই মাস থেকে আছি। টেস্ট, এলপিএল (লঙ্কা প্রিমিয়ার লিগ) এবং ওয়ানডে- তিন ফরম্যাটেই খেলেছি। আশা করি ভারতের বিরুদ্ধে নামার আগে সেই অভিজ্ঞতা কাজে লাগবে।`
নেপালের বিপক্ষে বড় জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে ম্যাচর আগের দিন শুক্রবার (১ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনেও তাই বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে পাক অধিনায়ককে। বাড়তি চাপ না নিয়ে অভিজ্ঞতা কাজে লাগালেই ভালো করা সম্ভব বলে মনে করেন তিনি।
এ প্রসঙ্গে বাবর বলেন, `অতিরিক্ত চাপ মাথায় রাখছি না। হ্যাঁ, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। কিন্তু আমাদের দলে অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছে। মনোযোগ ধরে রেখে নিজেদের দক্ষতা কাজে লাগালেই আমরা ভালো করতে পারব।`
পাকিস্তান অধিনায়কের কণ্ঠে যখন আত্মবিশ্বাসের সুর, তখন ভারতীয় অধিনায়ক শোনালেন আক্ষেপের কথা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে শাহিন-রউফ-নাসিমের মতো বোলার না থাকায় হতাশা প্রকাশ করেন রোহিত শর্মা।
পাকিস্তানি পেসারদের কিভাবে সামলাবেন, এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রোহিত বলেন, `দেখুন, নেটে তো আর শাহিন, নাসিম বা রউফকে খেলতে পারব না। যারা আছে তাদের নিয়ে অনুশীলন করি। তবে প্রত্যেকেই ভাল মানের বোলার। অভিজ্ঞতা কাজে লাগিয়েই ওদের বিরুদ্ধে ম্যাচ জিততে চাই।`
এশিয়া কাপে এখন পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। জয়ের হিসাবে পাকিস্তানের চেয়ে কিছুটা ভারত। পাকিস্তানের পাঁচ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৭টি ম্যাচ। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। এছাড়া এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে দুদলের শেষ দুই ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত।
পরিসংখ্যানে অবশ্য খুশি হওয়ার কিছু দেখছেন না রোহিত। র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা পাকিস্তানকে বেশ সমীহই করলেন ভারতীয় অধিনায়ক, `সাম্প্রতিককালে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে পাকিস্তান ভাল খেলছে। বিশ্বের এক নম্বর দল হওয়া কঠিন ব্যাপার। তাই ম্যাচে আমাদের কঠিন পরীক্ষা দিতে হবে। আমাদের বিপরীতে কোন দল রয়েছে তা নিয়ে ভাবতে চাই না। মাঠে নেমে সব কাজ ঠিকঠাক করতে চাই। এশিয়া কাপের ছয়টা দলই কঠিন। যেকোনো দিন যেকোনো দল জিততে পারে।`
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/