• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে নিজেদের ফেভারিট বলছেন আফগান কোচ

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৩, ০৩:২৩ এএম

বাংলাদেশের বিপক্ষে নিজেদের ফেভারিট বলছেন আফগান কোচ

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

খুব বেশি দিন আগের কথা নয়, মিরপুরে বাংলাদেশকে সিরিজ হারিয়ে যাওয়ার স্মৃতিটা এখনও বেশ তরতাজা আফগানিস্তানের। শ্রীলঙ্কার বিপক্ষেও তাদের মাঠে বেশ ভালোই করেছে হাশমতুল্লাহ শহীদির দল। তাই আত্মবিশ্বাসের পারদটা যে বেশ উপরে আফগানদের, সেটা আন্দাজ করাই যায়। সংবাদ সম্মেলনে আফগান কোচের কথায়ও পরিষ্কার উঠে এসেছে সেটা।

বাঁচা-মরার ম্যাচে রোববার (৩ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে হারলে এশিয়া কাপ থেকে বাদ সাকিব আল হাসানের দল। জিতলেও যে সুপার ফোর নিশ্চিত এমনটাও নয়, সাকিবদের জিততে হবে বড় ব্যবধানে। তবে প্রতিপক্ষের সঙ্গে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সও খুব একটা সুখকর নয়।  

সবদিক মিলিয়ে বেশ চাপের মধ্যেই আছে বাংলাদেশ। টাইগারদের চাপটা আরও খানিকটা বাড়িয়ে দিলেন আফগানিস্তানের ইংলিশ কোচ জনাথন ট্রট। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে ইংলিশ এই কোচ খুব একটা সমীহ করেননি টাইগারদের। বরং স্পষ্টভাবে জানিয়ে দিলেন, বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে ফেভারিট আফগানিস্তান।

শুক্রবার (১ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসেছিলেন আফগান কোচ ট্রট। এসময় ‍‍`বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে ফেভারিট কে?‍‍` এমন একটি প্রশ্ন করা হলে আত্মবিশ্বাসী জবাব দেন আফগান কোচ। আঙুল দিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের লোগো দেখিয়ে নিঃসংকোচে জানিয়ে দেন, তার দলই ফেভারিট। আফগান কোচের বক্তব্যেও এরপর আত্মবিশ্বাস লক্ষ্য করা গেছে।

আত্মবিশ্বাসের কারণটা অবশ্য একটু পরই ব্যাখ্যা করেছেন ট্রট। ইংলিশ এই কোচ বলেন,  ‘আমরা সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছি। বাংলাদেশের বিপক্ষেও সিরিজ খেলেছি। প্রথমবারের মতো বাংলাদেশকে সিরিজে হারিয়েছি। এটা নিশ্চয়ই বড় অর্জন। দুই দলই জানে, কার শক্তি কেমন। আমি ভালো ক্রিকেট প্রত্যাশা করছি।’

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে বেশ নড়বড়ে অবস্থা বাংলাদেশের। টিকে থাকতে হলে আফগানদের বিপক্ষে যেকোনো মূল্যে জিততে হবে। তবে কিভাবে তাদের ঠেকাতে হবে সেটাও ভালোভাবেই জানেন আফগান কোচ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের কাজ হচ্ছে, ওরা যে তীব্রতা নিয়ে খেলবে, সেই তীব্রতায় খেলা। যদি ওই মানসিকতা নিয়ে খেলতে না পারি, ওদের চেয়ে দক্ষতায় এগিয়ে না থাকি, তাহলে আমরা চাপে পড়ব। আজ ছেলেদের প্রতি আমার এই বার্তাই ছিল। আগামীকালও একই কথা বলব। ম্যাচের দিনও তা–ই।’

গ্রুপ পর্বে আফগানিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। বৃহস্পতিবারের ম্যাচে দুদলের ওপরই নজর রেখেছেন বলেও জানিয়েছেন ট্রট, ‘আমি ম্যাচটা (বাংলাদেশ-শ্রীলঙ্কা) দেখেছি। দুই দলকেই কিছু কিছু ক্ষেত্রে ভালো করতে দেখেছি। সুতরাং আমি জানি, আমাদের কাজটা কঠিন হবে। দুটি ম্যাচই কঠিন হবে। আমাদের প্রথম ম্যাচ যেহেতু বাংলাদেশের বিপক্ষে, গতকালের হারের পর বাংলাদেশ আমাদের বিপক্ষে জেতার জন্য মরিয়া হয়ে নামবে।’

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ