• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিশ্রামে থাকতে পারেন মুস্তাফিজ

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৩, ০৭:৪৯ পিএম

বিশ্রামে থাকতে পারেন মুস্তাফিজ

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

হাইব্রিড মডেলের এশিয়া কাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার (৩১ আগস্ট) মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। লঙ্কানদের বিপক্ষে ম্যাচে না-ও থাকতে পারেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। হাঁটুতে সামান্য ব্যথা অনুভব করছেন টাইগার এই পেসার। যার কারণে প্রথম ম্যাচে তাকে বিশ্রামে রাখতে পারে বাংলাদেশ।

সংবাদমাধ্যম ক্রিকইনফো তাদের ম্যাচ প্রিভিউতে জানিয়েছে, হাঁটুতে সামান্য ব্যথা (নিগল) অনুভব করছেন মুস্তাফিজ। যে কারণে তাকে খেলতে না-ও দেখা যেতে পারে। মুস্তাফিজ একাদশে না থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে পেস আক্রমণে তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদের সঙ্গে থাকবেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

ইনজুরির কারণে এশিয়া কাপের দলে নেই তামিম ইকবাল। অসুস্থতার কারণে দলে থাকলেও শ্রীলঙ্কা যেতে পারেননি লিটন দাস। তার জায়গায় এনামুল হক বিজয়কে উড়িয়ে নেয়া হয়েছে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ তামিম ও নাঈম শেখকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নাঈম শেখ, তানজিদ তামিম, নাজমুল শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ