• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
পুরুষ হকি দল

বিশ্বকাপ বাছাইয়ে হেরেই চলেছে বাংলাদেশ

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৩, ০৩:২৭ এএম

বিশ্বকাপ বাছাইয়ে হেরেই চলেছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ বাছাই ‘ফাইভ এ সাইড’ হকিতে বাংলাদেশ পুরুষ দলের হার অব্যাহত। ওমানের সালালায় গতকাল ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু করা টুর্নামেন্টে আজ দু’টি ম্যাচ খেলেছে। দু’টি ম্যাচই হেরেছে বাংলাদেশ।

আজ দিনের শুরুতে পাকিস্তানের বিপক্ষে ১৫-৬ ব্যবধানে হেরেছে। সন্ধ্যায় মালয়েশিয়ার বিপক্ষে হেরেছে ১০-৫ ব্যবধানে। টানা তিন ম্যাচ হারলেও আজকের দুই ম্যাচের প্রাপ্তি প্রতিদ্বন্দ্বিতা ও কয়েকটি গোল।

এশিয়ান হকি ফেডারেশন ইউটিউবে ম্যাচটি সরাসরি সম্প্রচার করে। সেই সম্প্রচার খুবই বিভ্রান্তিমূলক। মালয়েশিয়া ১০-৫ ব্যবধানে জিতলেও ইউটিউবের স্কোরলাইন বাংলাদেশ ১০-৫ মালয়েশিয়া। পুরো টুর্নামেন্ট জুড়েই ইউটিউবে টাইমিং বিভ্রাট হয়েছে।

বাংলাদেশ নারী হকি দল চ্যালেঞ্জার গ্রুপে তিনটি ম্যাচ জিতেছিল। পুরুষ দল অবশ্য এলিট গ্রুপে ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে পড়েছে। ‘ফাইভ এ সাইড’ হকি খেলার আন্তর্জাতিক অভিজ্ঞতা না থাকায় সারোয়ার ও অসীমরা বড় ব্যবধানে হারছেন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ