
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৩, ০১:৩৮ এএম
শুরু হয়েছে পোলার আইসক্রীম ২৮তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ টুর্নামেন্টের আজ উদ্বোধন কর হয়।
উদ্বোধনী দিনে বালক বিভাগের খেলায় বিসিআইসি কলেজ ০৩-০২ গোলে সাউথ ব্রীজ স্কুলকে, মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ ২১-০৯ গোলে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজকে, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ ১০-০২ গোলে নৌ-বাহীনি কলেজকে, পুলিশ স্মৃতি কলেজ ২৬-০২ গোলে জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুলকে, স্কলাস্টিকা ২২-০৮ গোলে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলকে, সানিডেইল ২৯-০১ গোলে হীড ইন্টারন্যাশনাল স্কুলকে, নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ২৮-০৩ গোলে ধানমন্ডি টিউটোরিয়ালকে হারায়।
মেয়েদের বিভাগে মতিঝিল আইডিয়াল স্কুল ০৬-০০ গোলে বনশ্রী আইডিয়াল স্কুলকে, নৌ বাহীনি কলেজ ০৩-০২ গোলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলকে, সানিডেইল ২৫-০২ গোলে সিদ্বেশরী উচ্চ বালিকা বিদ্যালয়কে, শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ ১৫-০৩ গোলে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজকে, স্কলাস্টিকা (উত্তরা) ১৬-০০ গোলে ধানমন্ডি টিউটোরিয়ালকে, ভিকারুননিসানূন স্কুল এন্ড কলেজ ২৯-০১ গোলে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়কে হারায়।
পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিতহয়। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।