• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ক্রিকেট মাঠে লাল কার্ড দেখে মাঠছাড়া নারিন

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৩, ০৭:২৮ পিএম

ক্রিকেট মাঠে লাল কার্ড দেখে মাঠছাড়া নারিন

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

ফুটবলে মাঠের ভেতরে বড় ধরণের অপরাধ করলে লাল কার্ড দেখিয়ে থাকেন রেফারি। কিন্তু ক্রিকেটের মাঠে লাল কার্ড জিনিসটা বিরলই। এই নতুন নিয়মই আনা হয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। তবে এই লাল কার্ডের ব্যবহার কীভাবে করা হবে তা নিয়ে ছিল কৌতূহল। অবশেষে হয়েছে টুর্নামেন্টের প্রথম লাল কার্ডের ব্যবহার, যার শিকার সুনীল নারিন।

এবারের সিপিএলের আসর শুরুর আগেই নিয়মে বেশকিছু পরিবর্তন এনেছিল টুর্নামেন্টটির আয়োজকরা। এর মধ্যে ছিল ‍‍`স্লো ওভার‍‍` রেটের জন্য লাল কার্ডের ব্যবহার। যথা সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ ওভার শেষ করতে না পারলে লাল কার্ড দেখাতে পারবেন রেফারি। ক্রিকেটে আগেও লাল কার্ডের ব্যবহার হলেও সিপিএলে এবার স্থায়ীভাবেই এটি ব্যবহারের ঘোষণা দেওয়া হয়েছে।

সিপিএলের ইতিহাসের প্রথম লাল কার্ডের শিকার হয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার সুনীল নারিন। সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে ইনিংসের শেষ ওভারে লাল কার্ডের কারণে মাঠ ছাড়তে হয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্সের এই রহস্য স্পিনারকে। তবে লাল কার্ড সরাসরি তাকে দেখানো হয়নি। নিয়ম অনুযায়ী নারিনের দলকেই দেখানো হয়েছিল লাল কার্ড। এরপর অধিনায়কের পছন্দে মাঠ ছাড়েন তিনি।

লাল কার্ড দেখায় নাইট রাইডার্সকে শেষ ওভারে একজন কম নিয়েই ফিল্ডিং সাজাতে হয়েছে। যা নিয়ে ক্ষোভ ঝেড়েছেন দলটির অধিনায়ক কাইরন পোলার্ড।

তিনি বলেন, ‍‍`সত্যি বলতে এটি (স্লো ওভার রেটের কারণে লাল কার্ড) দলের প্রতিটি খেলোয়াড়ের পরিশ্রমকে অবমূল্যায়ন করা হয়। আমরা যাই বলা হবে আমরা সেটাই করতে বাধ্য। যদি আপনি এই ধরণের টুর্নামেন্টে ৪০-৪৫ সেকেন্ডের জন্য জরিমানা করেন তাহলে সেটি হাস্যকর দেখায়।‍‍`

একজন কম খেলোয়াড় নিয়ে ফিল্ডিং করে শেষ ওভারে নাইট রাইডার্সের বোলার ব্রাভো ১৮ রান দেন। তারপরও অবশ্য ম্যাচটি নারিনের দলই জিতেছে।

লাল কার্ডের পাশাপাশি পেনাল্টির ব্যবস্থাও রেখেছে সিপিএল কর্তৃপক্ষ। যদি ম্যাচে ব্যাটিং দল সময় নষ্ট করে এবং আম্পায়ার প্রথম ও দ্বিতীয়বার সতর্ক করার পরও তৃতীয়বারের মতো একই ঘটনা ঘটে তবে সময় নষ্টের শাস্তি হিসেবে দলীয় সংগ্রহ থেকে পাঁচ রান কেটে নেওয়া হবে।

বড় শাস্তিটা অবশ্য ফিল্ডিং করা দলের জন্যই। ১৮তম ওভার থকেই এই শাস্তি শুরু হয়। নির্দিষ্ট সংখ্যক ওভারের চেয়ে পিছিয়ে থাকলে একজন ফিল্ডারকে বৃত্তের ভেতর চলে এসে ফিল্ডিং করতে হবে।

১৯তম ওভারেও পিছিয়ে থাকলে ২জন ফিল্ডারকে বৃত্তের ভেতরে চলে আসতে হয়।

তবে ২০তম ওভারের আগে পিছিয়ে থাকলে আম্পায়ার সেই দলকে লালকার্ড দেখাবেন। যার প্রেক্ষিতে দলীয় অধিনায়ক সিদ্ধান্ত নিয়ে একজন ফিল্ডারকে মাঠের বাইরে পাঠিয়ে দেবেন। তবে এটি শুধুই ফিল্ডিংয়ের সময়। ব্যাটিংয়ে নামতে কোনো বাধা থাকবে না।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ