• ঢাকা শুক্রবার
    ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

পোলার আইসক্রিম স্কুল হ্যান্ডবল শুরু মঙ্গলবার

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৩, ১১:৫৯ পিএম

পোলার  আইসক্রিম স্কুল হ্যান্ডবল শুরু মঙ্গলবার

ক্রীড়া ডেস্ক

আগামী মঙ্গলবার শুরু হচ্ছে পোলার আইসক্রিম ২৮ তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট। এবারের প্রতিযোগিতায় বালক বিভাগে অংশ নিচ্ছে ২৪ টি স্কুল। আর বালিকা বিভাগে অংশ নেওয়া স্কুলের সংখ্যা ১৯। এবার বালক বিভাগে দুইটি ও বালিকা বিভাগে একটি স্কুল যোগ হয়েছে।

দল সংখ্যা বাড়ায় শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম ছাড়াও শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে খেলা হবে। বালক বিভাগে ৮টি গ্রুপ ও বালিকা বিভাগে ছয়টি গ্রুপ করা হয়েছে। উভয় বিভাগের ফাইনাল ম্যাচ হবে ৪ সেপ্টেম্বর।

টুর্নামেন্টের বাজেট ১৭ লাখ ৫০ হাজার টাকা। স্পন্সর প্রতিষ্ঠান পোলার আইসক্রিম দিচ্ছে ১৫ লাখ টাকা। বাকি টাকা ফেডারেশন বহন করবে। পোলার স্কুল হ্যান্ডবলে পৃষ্ঠপোষকতার এক যুগ পূর্তি হচ্ছে এবার। বিশেষ এই ক্ষণকে উদযাপনের পরিকল্পনা রয়েছে ফেডারেশন ও পোলারের।

স্কুল হ্যান্ডবল নিয়ে বিস্তারিত জানাতে হান্ডবল ফেডারেশানের সভাকক্ষে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, ফেডারেশনের সহ-সভাপতি ও অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান গোলাম হাবিব, টুর্নামেন্ট কমিটির সম্পাদক সেলিম মিয়া বাবু ও ঢাকা আইসক্রিমের হেড অফ মার্কেটিং আবদুল্লাহ আল মামুন।

আর্কাইভ