• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চুমুকাণ্ডে নিষিদ্ধ হলেন স্পেনের ফুটবলপ্রধান লুইস

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৩, ০১:৪৪ এএম

চুমুকাণ্ডে নিষিদ্ধ হলেন স্পেনের ফুটবলপ্রধান লুইস

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

অবশেষে নিষেধাজ্ঞার খড়গ নেমে এলো স্পেন ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসের ওপরে। বিশ্বকাপের ফাইনালে পুরস্কার বিতরণের সময়ে নারী ফুটবলার হেনিফার হারমোসোর ঠোঁটে চুমু দেয়ার দায়ে রুবিয়ালের ওপরে নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

শনিবার (২৬ আগস্ট) ফিফার বরাত দিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যম বিবিসি। এক খবরে বলা হয়, প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য ঘরোয়া এবং আন্তর্জাতিক সব ফুটবলীয় কর্মকাণ্ড থেকে রুবিয়ালেসকে বরখাস্ত করেছে ফিফা।

ফিফা তাদের ওয়েবসাইটে বলেছে, ফিফার শৃঙ্খলা কোড ৫১ অনুযায়ী শৃঙ্খলা কমিটির সভাপতি জর্জ ইভান পালাসিও লুইস রুবিয়েলেসকে ফুটবল সম্পর্কিত সব কার্যক্রম থেকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। এই স্থগিতাদেশ ২৪ আগস্ট থেকে শুরু করে পরবর্তী ৯০ দিনের জন্য দেয়া হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা সাময়িক। এদিকে পূর্ণাঙ্গ বিচারের আগে বিষয়টি নিয়ে আর কথা বলবে না বলেও জানিয়েছে ফিফা।

একইসঙ্গে ফুটবলার হেনিফার হারমোসোর সঙ্গে লুইস রুবিয়ালেসের সব ধরণের যোগাযোগ বা যোগাযোগের চেষ্টা করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে ফিফা। এমনকি তৃতীয় কোনো পক্ষ দিয়ে এই ধরণের চেষ্টা করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। স্পেনের ফুটবল প্রধানের এই শাস্তি ও নিষেধাজ্ঞার বিষয়টি স্পেনের ফুটবল ফেডারেশন ও উয়েফাকে জানিয়েছে ফিফা।

এর আগে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়, লুইস রুবিয়ালেস স্পেনের ফুটবল প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর আগে দেশটির জার্সিতে কোনো নারী ফুটবলার মাঠে নামবেন না। বিবৃতিতে বিশ্বকাপজয়ী স্কোয়াডের ২৩ জনসহ স্পেনের মোট ৮১ জন সাবেক ও বর্তমান নারী ফুটবলার স্বাক্ষর করেন।

প্রসঙ্গত, গত রোববার (২০ আগস্ট) নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে স্পেন। পুরস্কারমঞ্চে স্প্যানিশ ফুটবলার হারমোসোকে প্রকাশ্যে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু দেন রুবিয়ালেস। এরপর বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠে। রুবিয়ালেস এ কাণ্ডের ব্যাখ্যা দিয়েছিলেন এভাবে, ‘চুমুটা ছিল স্নেহপূর্ণ। এটাকে নিয়ে যারা সমালোচনা করছে, তারা মূর্খ।’

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ