• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সাকিবের সেই রহস্যময় পোস্টের কারণ জানা গেল

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৩, ০৬:১৯ পিএম

সাকিবের সেই রহস্যময় পোস্টের কারণ জানা গেল

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

সাকিব আল হাসান মানেই নতুন কিছু। মাঝে মধ্যেই অদ্ভুত অনেক ঘটনা ঘটিয়ে থাকেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এই যেমন বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে হুট করেই সামাজিক যোগাযযোগমাধ্যমে পোস্ট করে বসলেন, ‍‍`আমি আর খেলব না‍‍` লিখে। একদিন পরে জানা গেল সাকিবের সেই পোস্টের রহস্য।

এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে সাকিব আল হাসানের নেতৃত্বে ইতিহাস গড়ার স্বপ্ন বুনছে বাংলাদেশ ক্রিকেট দল। এমন সময় হুট করেই  নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিব লেখেন, ‘আমি আর খেলব না। খেলবে কে জানাচ্ছি...’।

দলের মহাগুরুত্বপূর্ণ সময়ে সাকিবের এমন পোস্ট ভাইরাল হয়েছে মুহূর্তেই। কারণ পোস্টটি মজার ছলে করা নাকি কোনো বিজ্ঞাপনের অংশ, তেমন কোনো ইঙ্গিত ছিল না। তবে অনেক সমর্থকই ইঙ্গিত করেছিলেন বিজ্ঞাপনের দিকে। অবশেষে তাদের ধারণাই সঠিক প্রমাণিত হয়েছে।

সাকিব আল হাসানের ওই পোস্টটি মূলত একটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের বিজ্ঞাপনের অংশ। শুক্রবার নিজের অফিশিয়াল ফেসবুকে পোস্ট করে সেটা স্পষ্ট করেছেন সাকিব নিজেই। ক্যাপশনের শুরুতেই তিনি লিখেছেন, আমি খেলব না, খেলবে এবার বাংলাদেশ।‍‍`

সাম্প্রতিক সময়ে বিজ্ঞাপনের প্রচার বাড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অদ্ভুত পোস্ট করে থাকেন সেলিব্রিটিরা। মূলত বিজ্ঞাপন প্রতিষ্ঠানের প্রতি মানুষের আকর্ষণ বাড়াতে এমনটা করে থাকেন তারা। সাকিব আল হাসানের এই বিজ্ঞাপনটাও সেই প্রচারণার অংশ। সাকিব ছাড়া দেশের বাইরেরও অনেক তারকা অনুসরণ করেছেন প্রচারণার এই পথ।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ