• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চাহালকে দলে না দেখে হতাশ হরভজন

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৩, ০৫:২৬ পিএম

চাহালকে দলে না দেখে হতাশ হরভজন

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

এক সপ্তাহও বাকি নেই এশিয়া কাপ শুরুর। আগামী ৩০ আগস্ট নেপাল ও পাকিস্তানের ম্যাচ দিয়ে উদ্বোধন হবে এবারের এশিয়া কাপের। এরই মধ্যে দল ঘোষণা করেছে পাকিস্তান, বাংলাদেশ ও ভারত। ভারতের দল ঘোষণার পরই শুরু হয়ে গেছে নানা আলোচনা-সমালোচনা। দলে যে নেই কোন নির্ভরযোগ্য লেগস্পিনার। সাবেক ভারতীয় ক্রিকেটাররা মনে করেছিলেন যুজবেন্দ্র চাহালকে দলে সুযোগ দেবে ভারত। তবে তাকে না দেখে হতাশই হয়েছে কেউ কেউ।

এশিয়া কাপে চমক রেখেই দল ঘোষণা করেছে ভারত। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন কেএল রাহুল এবং শ্রেয়াস আইয়ার। দলে সুযোগ পেয়েছেন কুলদীপ যাদব ও অক্ষয় প্যাটেলের মতো স্পিনাররা। তবে দলে সুযোগ হয়নি ৩৩ বছর বয়সী লেগস্পিনার যুজবেন্দ্র চাহালের। সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও ছিলেন তিনি। তাকে দলে না দেখতে পেয়ে হতাশ হয়েছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং।

নিজের ইউটিউব চ্যানেলে চাহালকে দলে না রাখায় হতাশ হয়ে হরভজন বলেন, ‍‍`দলে একটি অভাব মনে হচ্ছে আমার। আর তা হচ্ছে যুজবেন্দ্র চাহাল। আপনি যদি একজন ভালো লেগস্পিনারের কথা বলেন, তাহলে চাহাল দারুণ একজন খেলোয়াড়। তার থেকে ভালো লেগি সাদা বলের ক্রিকেটে ভারতে আর নেই। হ্যা, তার শেষ কিছু ম্যাচ ভালো কাটেনি। কিন্তু তা তাকে খারাপ বোলার বানিয়ে দেয়নি।‍‍`

হরভজন আরও বলেন, ‍‍`আমার মনে হয় দলে তাকে দরকার আছে। আশা করি, ভারতের জন্য তার দরজা বন্ধ হয়ে যায়নি। বিশ্বকাপে তাকে নির্বাচকরা বিবেচনা করতে পারে, কারণ বিশ্বকাপটা এবার ভারতে হবে।‍‍`

চাহাল ভারত দলের একজন গুরুত্বপূর্ণ স্পিনার হলেও, সাম্প্রতিক সময়ে তার পারফর্মেন্স মন ভরতে পারেনি ভারতের নির্বাচকদের। আইপিএলে রাজস্থানের হয়ে ভালো পারফর্ম করা সত্ত্বেও দলে জায়গা হারানোয় চাহাল নিজেও হয়তো কিছুটা বিরক্ত।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ