প্রকাশিত: আগস্ট ২০, ২০২৩, ০১:৫৮ এএম
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে বি-লাভ ক্যান্ডির বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ের আমন্ত্রণ পেয়েছে গল টাইটান্স। আসরের ফাইনাল খেলতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই সাকিব-লিটনদের।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে শনিবার (১৯ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টায়।
প্রথম কোয়ালিফায়ারে ডাম্বুলা অরার বিপক্ষে ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করেছিল গল টাইটান্স। তবে সাকিব-লিটনদের দল পাচ্ছে আরও একটিু সুযোগ।
বোলিংয়ে দারুণ সময় কাটালেও এবারের এলপিএলে ব্যাটিংয়ে সাকিবের পারর্ফম্যান্স গড়পড়তা। এশিয়া কাপের আগে তাই নিজের ব্যাটিং ঝালিয়ে নেয়ার আরও একটা সুযোগ পাচ্ছেন টাইগার ক্রিকেটের পোস্টার বয়। অন্যদিকে দুই ম্যাচে খেলে লিটন করেছেন মোটে ৯ রান। তারপরও গল ভরসা রেখেছে লিটনেরও পর।
আর টুর্নামেন্টে এখনও কোনো ম্যাচ না খেলা মোহাম্মদ মিথুনের জায়গা হয়নি এই ম্যাচেও। পরিসংখ্যান বলছে কোয়ালিফায়ারের প্রতিপক্ষ ক্যান্ডি, মোটেও সহজ হবে না গল টাইটান্সের জন্য। কারণ গ্রুপ পর্বে দু`দলের শেষ দেখায় বি-লাভ ক্যান্ডির কাছে ৮৯ রানের বড় ব্যবধানে হেরেছিলো গল।
গল টাইটান্স একাদশ: লিটন দাস, লাসিথ ক্রুসপুল, সাকিব আল হাসান, সোহান দি লিভেরা, নাজিবুল্লাহ জাদরান, দাসুন শানাকা (অধিনায়ক), সিকুগে প্রসন্ন, লাহিরু কুমারা, কাসুন রাজিথা, সোনাল দিনুশা ও তাবরিজ শামসি।
বি-লাভ ক্যান্ডি একাদশ: মোহাম্মদ হারিস, থানুকা দাবায়ের, দিনেশ চান্দিমাল, চতুরঙ্গা দি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), সাহান আরাচ্চিগে, লাহিরু মাদুশাঙ্কা, মোহাম্মদ হাসনাইন, আসিফ আলি, অ্যাঞ্জেলো ম্যাথুস ও মুজিব উর রহমান।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/