• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশের কোন ধারাভাষ্যকারও নেই এশিয়া কাপে!

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৩, ০৭:৩৭ পিএম

বাংলাদেশের কোন ধারাভাষ্যকারও নেই এশিয়া কাপে!

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

যেকোনো টুর্নামেন্ট কিংবা দ্বিপাক্ষিক সিরিজে অংশগ্রহণকারী দলের একজন ধারাভাষ্যকার তো থাকেই। ক্ষেত্রবিশেষ কয়েকজনও থাকে। তবে এবার এশিয়া কাপের যে ধারাভাষ্যকার প্যানেলে, তাতে নেই একজন বাংলাদেশি ধারাভাষ্যকারও।

এবারের এশিয়া কাপ নিয়ে টালবাহানার শেষ নেই! ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণে ভেন্যু নিয়ে গণ্ডগোল দিয়ে শুরু, আর ভেন্যু নির্ধারণ হয়ে গেলে সূচি নিয়ে বিলম্ব দেখা যায়। এবার নতুন বিতর্ক ধারাভাষ্যকার নিয়ে। এশিয়া কাপের ধারাভাষ্যে বরাবরই বাংলাদেশি ধারাভাষ্যকার থাকলেও এবারের প্যানেলে রাখা হয়নি কোনো বাংলাদেশিকে।

কয়েকদিন আগেই জানা গিয়েছিল, এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশ থেকে থাকছেন আতাহার আলী খান। তবে শনিবার (১৮ আগস্ট) রাতে স্টার স্পোর্টস প্রকাশিত এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে দেখা যায়নি একজন বাংলাদেশি ধারাভাষ্যকারের নামও।

এবারের এশিয়া কাপের সম্প্রচার সত্ত্বের মালিক ভারতীয় সম্প্রচার কোম্পানি স্টার স্পোর্টস। 

শুধু বাংলাদেশই নয়, এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে রাখা হয়নি অংশগ্রহণকারী দল আফগানিস্তান এবং নেপালের কোনো ধারাভাষ্যকারকেও। ১৯ জন ধারাভাষ্যকারের মধ্যে শ্রীলঙ্কা থেকে আছেন মাত্র একজন।

এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে সংখ্যায় সবচেয়ে বেশি ভারতীয় এবং পাকিস্তানি ধারাভাষ্যকার। মোহাম্মদ ওয়াসিম এবং ওয়াকার ইউনিসসহ পাকিস্তানের আছেন সবমিলিয়ে চারজন। তবে ধারাভাষ্য প্যানেলে ভারতীয়দের সংখ্যা শুনলে চক্ষু চড়কগাছ হওয়া ছাড়া উপায় নেই।

১৯ জনের মধ্যে ভারতীয় ধারাভাষ্যকার আছেন ১১ জন। অভিজ্ঞ ধারাভাষ্যকারদের পাশাপাশি ভারত থেকে সুযোগ পেয়েছেন নবাগত রজত ভাটিয়া, পিয়ুশ চাওলা এবং আদিত্য তারে। অংশগ্রহণকারী দলগুলোর বাইরে থেকে ধারাভাষ্যকার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন, জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার এবং ইংল্যান্ডের ডমিনিক কর্ক।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ