• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভারতীয় দলে দুজনের অভিষেক, ফিরলেন সেরা পেসার

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৩, ০২:০৩ এএম

ভারতীয় দলে দুজনের অভিষেক, ফিরলেন সেরা পেসার

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেও জাতীয় দলে জায়গা মিলছিল না রিঙ্কু সিংয়ের। অবশেষে সেই আক্ষেপ ঘুচলো ভারতীয় সমর্থকদের। পাঁচ বলে পাঁচ ছক্কা মারা ভারতীয় তারকা প্রথমবার জায়গা পেলেন জাতীয় দলে। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ভারতের জার্সিতে মাঠে নামছেন রিঙ্কু।

রিঙ্কুর অভিষেকের দিনে টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে প্রসিধ কৃষ্ণরও। ভারতের হয়ে ১৪টি ওয়ানডে ম্যাচে প্রতিনিধিত্ব করলেও এবারই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছেন কৃষ্ণ।

আর ইনজুরি থেকে ফিরেছেন জাসপ্রীত বুমরাহ। পিঠের ইনজুরির কারণে গত এক বছর জাতীয় দলের বাইরে ছিলেন বুমরাহ। পুনর্বাসন প্রক্রিয়া শেষে দলে ফিরলেন আয়ারল্যান্ড সিরিজে। আইরিশদের বিপক্ষে পুরো টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন তারকা এই পেসার।

ভারতের দ্বিতীয় সারির দলে মিডল অর্ডারের দায়িত্ব সামলাবেন সানজু স্যামসন, তিলক ভার্মা এবং শিভম দুবে। এছাড়া ওপেনিংয়ে জয়সওয়ালের সঙ্গে আছেন রুতুরাজ গায়কোয়াড়। স্পিনারদের মধ্যে ওয়াশিংটন সুন্দর ছাড়াও আছেন রবি বিষ্ণোই।  

প্রথম ম্যাচে ভারতের একাদশ: যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, 3 সানজু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, রিঙ্কু সিং, শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, আরশদীপ সিং, রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), প্রসিধ কৃষ্ণ।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ