• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সাবেক য়্যুভেন্তাস ফুটবলার এখন সৌদি আরবে

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩, ০৩:০৪ এএম

সাবেক য়্যুভেন্তাস ফুটবলার এখন সৌদি আরবে

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

ইতালিয়ান ক্লাব য়্যুভেন্তাসে দুই মৌসুম খেলেছেন তুর্কি ফুটবলার মেরিহ দেমিরাল। এরপর আটালান্টা হয়ে এখন সৌদে আরবের ক্লাব আল আহলিতে নাম লিখিয়েছেন তিনি। খবর ফ্যাব্রিজিও রোমানোর।

নিজ দেশের ক্লাব ফেনারবেসে যোগ দেয়ার কথা থাকলেও দেমিরাল তরী ভিড়িয়েছেন সৌদি আরব ক্লাবে। রোমানো বলছেন, আল আহলির সঙ্গে এই সেন্টারব্যাকের চুক্তি হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে এখন তিলি আহলির ফুটবলার।

আহলিতে তিনি সতীর্থ হিসেবে পাবেন রিয়াদ মাহরেজ, রবার্তো ফিরমিনো, এদুয়ার্দো মেন্ডি, ফ্রাঙ্ক কেসি ও সেন্ট ম্যাক্সিমিনের মতো ফুটবলারদের।

তুরস্কের হলেও দেমিরালের বেশিরভাগ সময়ই কেটেছে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি, সাসুলো, য়্যুভেন্তাস ও আটালান্টায়। আহলির আগে তিনি খেলেছেন আটালান্টায়। সেখান থেকেই সৌদি আরবে পাড়ি জমিয়েছেন তিনি।

য়্যুভেন্তাসের হয়ে দুই মৌসুমে ৩২টি ম্যাচ খেলেছেন ২৫ বছর বয়সী দেমিরাল। ক্লাব ক্যারিয়ারে তার ম্যাচসংখ্যা ১৭৯টি। এই সময়ে তিনি ৭ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৫ গোলে।

ক্লাব ক্যারিয়ারে অর্জন বলতে য়্যুভেন্তাসের হয়ে লিগ শিরোপা, কোপা ইতালিয়া ও একটি সুপার কোপা ইতালিয়ার শিরোপা জিতেছেন তিনি।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ