• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অবসরের ঘোষণা দিলেন ওয়াহাব রিয়াজ

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩, ০৭:৫০ পিএম

অবসরের ঘোষণা দিলেন ওয়াহাব রিয়াজ

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ২০০৮ সালে দেশটির জার্সিতে তার অভিষেক হয়েছিল। তাতে জাতীয় দলের হয়ে ১৫ বছর পার করার পরে অবসরের সিদ্ধান্ত নিলেন বাঁহাতি এই পেসার। তবে তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

বুধবার (১৬ আগস্ট) এক টুইট বার্তার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানান ওয়াহাব রিয়াজ। পাকিস্তানের হয়ে ২০১১, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে খেলেছেন তিনি।

ওয়াহাব পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট, ৯১টি ওয়ানডে এবং ৩৬টি টি-টোয়েন্টি খেলেছেন। সবশেষ ২০২০ সালে তাকে জাতীয় দলের জার্সিতে দেখা গেছে। তিনি টেস্ট ক্রিকেটে ৩৪.৫০ গড়ে ৮৩টি, ওয়ানডেতে ৩৪.৩০ গড়ে ১২০টি উইকেট নিয়েছেন। আর টি-টোয়েন্টিতে ২৮.৫৫ গড়ে তার উইকেট সংখ্যা ৩৪টি। এ বছর পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলেছিলেন ওয়াহাব রিয়াজ।

অবসরের বিষয়ে ওয়াহাব রিয়াজ জানিয়েছেন, ‘আমি গত দুই বছর ধরে অবসরের পরিকল্পনা করছিলাম। সেজন্য এ বছরটিই বেছে নিয়েছি। আমার দেশ এবং জাতীয় দলকে সাধ্যমত সেবা দিতে পেরে আমি খুব খুশি।’

এক বিবৃতির মাধ্যমে পাকিস্তানি এই পেসার আরও জানিয়েছেন, ‘আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা একটি সম্মান এবং সৌভাগ্যের বিষয়। এতদিন আমি সেটি করতে পেরে আনন্দিত। এখন থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে আমার জন্য। আমি সেটি নিয়ে বেশ রোমাঞ্চিত। আশা করছি সেখানে দর্শকদের বিনোদন ও অনুপ্রাণিত করতে পারব।’

এ দিকে চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতাসীন সরকারের মেয়াদ শেষ হয়ে গেলে, অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রীদের নাম ঘোষণা করা হয়। সেখানে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব দেয়া হয় ওয়াহাব রিয়াজকে। তাতে সাম্প্রতি ক্রিকেটের পাশাপাশি রাজনীতিতেও তার ব্যস্ততা বেড়েছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ