• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জোড়া ছক্কায় পান্ডিয়ার খোঁচার জবাব দিলেন পুরান

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩, ০৩:৪৩ এএম

জোড়া ছক্কায় পান্ডিয়ার খোঁচার জবাব দিলেন পুরান

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি ক্রিকেটের শীর্ষ দুই তারকা নিকোলাস পুরান এবং হার্দিক পান্ডিয়ার মধ্যে প্রতিযোগিতাটা জমেছিল বেশ। শেষ হাসিটা হেসেছেন নিকোলাস পুরান। ভারতীয় অধিনায়ককে জোড়া ছক্কা মেরে মনস্তাত্ত্বিক এক লড়াইয়ে জিতেছেন উইন্ডিজ অধিনায়ক। আর এই লড়াইয়ে জিতে সেটা সামাজিক যোগাযোগমাধ্যমে জানাতে ভুলেননি তিনি।

৬ বছর পর ভারতকে কোনো টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এমন একটি সময়ে পুরানরা সিরিজ জিতল যখন ক্যারিবীয় দলটির অবস্থা একেবারেই ভঙ্গুর। দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা মাত্র কয়েকদিন আগেই ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে। তাই এই জয় নিঃসন্দেহে দারুণ কিছু উইন্ডিজের এই দলটার কাছে।

ওয়েস্ট ইন্ডিজের এই জয় একজনের কাছে আরও বিশেষ, তিনি নিকোলাস পুরান। একদিকে, ওয়েস্ট ইন্ডিজকে সামনে নেতৃত্ব দিয়ে জেতানোর আনন্দ। অন্যদিকে, ভারতীয় অধিনায়কের বিপক্ষে মনস্তাত্ত্বিক প্রতিযোগিতা জেতার।

সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে নিকোলাস পুরানকে নিয়ে কিছুটা হাসি-ঠাট্টার স্বরে কথা বলেছিলেন হার্দিক পান্ডিয়া। তিনি বলেন, নিকি (নিকোলাস পুরান) যদি আমাকে ছক্কা মারতে চায়, আমি তাকে মারতে দেব। কারণ এটা পরিকল্পনার অংশ।‍‍`

এই পরিকল্পনার খোঁচাই যেন আরও জাগিয়ে তুললো পুরানকে। সিরিজের শেষ ম্যাচে পুরান ৬ মারলেন গুনে গুনে চারটি। তার মধ্যে হার্দিক পান্ডিয়ার এক ওভারেই জোড়া ছক্কা মেরেছেন তারকা এই ব্যাটার। তাতে প্রতিশোধটা বেশ ভালোভাবেই নেয়া হয়ে গেল পুরানের।

হার্দিকের ওই কথা যে শেষ ম্যাচে মাথায় ছিল পুরানের সেটা বোঝা গেছে তার একটি ইনস্টাগ্রাম স্টোরিতে। সেখানে তিনি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকট্রাকারের একটি ছবি শেয়ার করেছেন। যেখানে চতুর্থ ম্যাচ শেষে হার্দিকের উক্তি সহ শেষ ম্যাচে পুরানের দুই ছক্কার ছবি ছিল।

ছবিটি শেয়ার করে কিছুই লেখেননি পুরান। তবে কিছু না বললেও প্রতিশোধের ব্যাপারটাই যে ইঙ্গিত করেছেন তিনি, সেটা ভালোভাবেই বোঝা গেছে। 

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ