• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মাহমুদউল্লাহকে বাদ দেয়ায় এবার ‘ক্ষোভ ঝাড়লেন’ স্ত্রী

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৩, ০৩:১১ এএম

মাহমুদউল্লাহকে বাদ দেয়ায় এবার ‘ক্ষোভ ঝাড়লেন’ স্ত্রী

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

ভক্তদের সঙ্গে পরিবারের সদস্যরাও ক্ষোভ এবং হতাশার বাণী উগড়ে দিচ্ছেন। অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ কেন নেই এশিয়া কাপের দলে? এমন প্রশ্ন যেন সেই হতাশার আগুনে আরও জ্বালানি দিচ্ছে। প্রথমে রিয়াদের শ্যালিকা ও মুশফিকুর রহিমের স্ত্রীর রহস্যজনক স্ট্যাটাস, আর এবার রিয়াদের স্ত্রী ঝাড়লেন ক্ষোভ।

শনিবার (১২ আগস্ট) এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রিয়াদ ভক্তরা আশায় ছিলেন সেখানে তাদের প্রিয় ক্রিকেটারের নাম থাকবে। কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলেছে। এশিয়া কাপের দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদের নাম।

ক্রিকেটার মুশফিকুর রহিমের স্ত্রীর নামের একটি ফেসবুক আইডি থেকে কয়েকটি শব্দ লেখা হয়। জান্নাতুল কেফায়েত মন্ডি নামের ওই আইডিতে লেখা হয়, ‘ইনজাস্টিস ইজ দ্য নিউ ট্রেন্ড’। অর্থাৎ অবিচার করাই যেন এখনকার নতুন ধারা। এমন মন্তব্যের পরে ভক্তদের ধারণা, রিয়াদের বাদ পড়ার বিষয়েই লিখেছেন তার শ্যালিকা।

No description available.

অন্যদিকে বোনের মতো রহস্য না রেখে সরাসরি ক্ষোভ ঝেড়েছেন রিয়াদের স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। সামাজিক মাধ্যম ফেসবুকে দিয়েছেন দীর্ঘ স্ট্যাটাস। রিয়াদ পত্নী লিখেছেন, ‘বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ানের স্ত্রী হিসেবে আমি জান্নাতুল কাওসার গর্ববোধ করি এবং আজীবন করবো। যাকে (মাহমুদউল্লাহ রিয়াদ) কোটি কোটি মানুষ ভদ্রলোক, সৎ, ভালো মানুষ হিসেবে জানে।আলহামদুলিল্লাহ্।’

পেছনের ঘটনা তুলে ধরে জান্নাতুল কাওসার মিষ্টি লিখেছেন, ‘তাকে দলের প্রয়োজনে যখন যেখানে খুশি খেলতে নামানো হতো। তাতে সে কখনও কোনোদিন কিছু বলেননি। তার স্বাচ্ছন্দ্যের পজিশন আসলে কোনটা। সেই সেক্রিফাইসগুলো না করলে আজকে তার রানের সংখ্যা আরও অনেক বেশি হতো! সে সর্বদাই অপ্রতিবাদী ছিলেন। নিজের যোগ্যতায় সবসময় দলে জায়গা পেয়ে আসছেন। আমি এখনো গর্ববোধ করছি। কারণ আমার স্বামী খারাপ খেলে দল থেকে বাদ পরেনি! ভালো করে পরিসংখ‍্যান অনুসন্ধান করলে দেখবেন!’

ক্ষোভ প্রকাশ করে রিয়াদের স্ত্রী লিখেছেন, ‘প্রাথমিক দলে থেকে কঠোর অনুশীলন করে চেষ্টা করেছেন এবং ফিটনেস টেস্টেও ফেল করেনি। আলহামদুলিল্লাহ। তাই যথাযথ কারণ বিশ্লেষন করে তাকে বাদ দিলে উপকৃত হতাম। আমি দোয়া করি মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ আর কোনো ক্রিকেটার যেন অবহেলার স্বীকার না হয়, সুযোগ বঞ্চিত না হয়, সাইলেন্ট হিরো না হয়! আগামী প্রজন্মের ক্রিকেটারদের জন‍্য "বিশ্রামের" ট্রেন্ড বন্ধ হোক। যাতে তাদের অবসরের অধিকার কেড়ে নেওয়া না হয়।’

তিনি আরও লিখেছেন, ‘সর্বোপরি আমি মাহমুদউল্লাহ রিয়াদের সব শুভাকাঙ্খী, ফ‍্যান-ফলোয়ারদের কাছে কৃতজ্ঞ এতো ভালোবাসা, সম্মান আর সমর্থনের জন‍্য। আলহামদুলিল্লাহ্। বাংলাদেশের জন‍্য তার অবদান কতটুকু যারা ক্রিকেট সত্যিকার অর্থে বোঝেন তারাই জানেন এবং মনে রাখবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই তার সুস্বাস্থের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।’

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ