প্রকাশিত: আগস্ট ১২, ২০২৩, ০২:৫৪ এএম
ঘনিয়ে আসছে এশিয়া কাপ। পাকিস্তান ও শ্রীলঙ্কায় ৩০ আগস্ট থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। তার আগে শনিবার (১২ আগস্ট) ১৭ সদস্যের দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব।
জাতীয় দলের হয়ে সবশেষ এ বছরের মার্চে খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর আর স্কোয়াডেই জায়গা পাননি তিনি। নতুনদের আগমনে তার গুরুত্ব কমেছে অনেকটা। এবারের এশিয়া কাপের স্কোয়াডে তাকে নাও দেখা যেতে পারে। তার মতো আফিফও বাইরে থাকতে পারেন দলের। বোড সভাপতি নাজমুল হাসান পাপনই গণমাধ্যমে এমন ইঙ্গিত দিয়েছেন।
শুক্রবার ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করার দিন পাপন বলেন, ‘কয়েকজন আছে দলে যাদের জায়গা অবধারিত। যেমন- চার থেকে পাঁচজন পেসার, সাকিব-মিরাজসহ তিনজন স্পিনার থাকবে দলে। দুই ওপেনারের সঙ্গে একজন বিকল্প ওপেনার নিলে হয়ে যায় ১০ জন। তিনে নাজমুল শান্ত, পাঁচে তাওহীদ হৃদয় ও ছয়ে মুশফিকুর রহিমকে নিলে ১৩ জনের হয়ে যায়।’
১৩ জন ক্রিকেটার হয়ে গেলে বাকি থাকবে আর ৪টি স্পট। সেখানে রিয়াদ-আফিফ বিবেচিত নাও হতে পারেন। পাপন এ সম্পর্কে বলেন, ‘অতিরিক্ত ক্রিকেটারের কথা যদি বলেন তাহলে মাহমুদউল্লাহ আছে, আফিফ-শামীম পাটুয়ারী আছে। কিন্তু আমারতো ১৭ জনের জায়গা শেষ। তারপরও তাদেরকে আমার স্কোয়াডে নিতে হতে পারে। এমনকি মোসাদ্দেকও আছে এখানে।’
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/