• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘শ্রীলঙ্কায় সবাই চিনেছে, হৃদয়-হৃদয় বলে ডেকেছে’

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩, ০২:২৭ এএম

‘শ্রীলঙ্কায় সবাই চিনেছে, হৃদয়-হৃদয় বলে ডেকেছে’

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শ্রীলঙ্কায় ছিলেন মোটে ৬ ম্যাচ। এরমাঝেই নিজের ব্যাটিং প্রতিভার সবটা দিয়েই ক্রিকেট ভক্তদের মন জয় করেছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়। ৩৮ এর বেশি গড় নিয়ে নিজের প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজ পর্ব শেষ করেছেন বগুড়ার এই ক্রিকেটার। পুরো টুর্নামেন্ট না খেলেও শ্রীলঙ্কায় ভালোবাসা পেয়েছেন হৃদয়। নিজেকে চিনিয়েছেন নতুন করে।

দেশে ফিরে গণমাধ্যমের সামনে নিজের লঙ্কান প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা জানালেন তরুণ এই ক্রিকেটার। জানিয়েছেন ভালো লাগার নানা দিক। পুরো টুর্নামেন্ট খেলতে না পারায় আফসোস আছে কিনা এমন প্রশ্নের জবাবে হৃদয় বলেন, ‘আমার কোনো আফসোস কাজ করে না। যা হয়েছে ভালো হয়েছে। আমি পুরো টুর্নামেন্টের জন্যও যাইনি। ওরা মাঝে আমাকে অনুরোধ করেছে। কিন্তু থাকা হয়নি। আমি যা মনে করি, যেটা হয়েছে ভালোই হয়েছে।’

প্রথমবার বিদেশি লিগে বেশ উপভোগ করেছেন হৃদয়, ‘(এলপিএল ভালো কেটেছে) আলহামদুলিল্লাহ। আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা ছিল। অনেক উপভোগ করেছি। অনেক কিছু শিখেছি। আশা করি সেটা সামনে কাজে লাগবে। আমি চিন্তা করেছি যে প্রক্রিয়ায় ছিলাম, সেটাতে থাকার। চেষ্টা করেছি যদি সুযোগ আছে (থাকে), তাহলে সেটা ভালোভাবে কাজে লাগানোর। আমি আমার পরিকল্পনায় থাকি। চেষ্টা করি বল ধরে ধরে খেলার জন্য।’

হৃদয় আরও বলেন, ‘সবসময়ই ভালো মুহূর্ত ছিল। প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ট্রিট করেছে। আমি যে বাইরের কেউ, সেটা বুঝতে দেয়নি। থিসারা (পেরেরা) ছিলেন, মারিও ছিলেন, আমার সঙ্গে অনূর্ধ্ব-১৯ খেলেছে এমন কয়েকজন ছিল। আমার মনে হয়নি যে আমি ওখানে একা। সবসময় ওরা আমাকে সমর্থন করেছে। আমিও চেষ্টা করেছি আমার সেরাটা দেওয়ার।’

শ্রীলঙ্কায় বেশ ভালো সমর্থন পেয়েছেন হৃদয়। দর্শকদের সাথেও তৈরি হয়েছে সখ্যতা, ‘আলহামদুলিল্লাহ ভালোই (সমর্থন) পেয়েছি। বাউন্ডারিতে যখন ফিল্ডিংয়ে যাই, সবাইক আমাকে চিনেছে। সবসময় হৃদয়, হৃদয় বলে ডাকে।’

হৃদয় বলেন, ‘(এলপিএলের অভিজ্ঞতা এশিয়া কাপে) হয়তো আসতে পারে (কাজে লাগতে পারে)। নির্দিষ্ট দিনে কেমন করব সেটা হলো চ্যালেঞ্জ। তারপরও ওইখানে গিয়েছি, খেলেছি, সেখানকার উইকেট সম্পর্কে, গ্রাউন্ড সম্পর্কে ধারণা হয়েছে। একটু তো সাহায্য হবে আমার জন্য এবং আমার দলের জন্য।’

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ